তাবলিগ জামাতের ৫৩ বিদেশি সদস্যকে মুক্তির আদেশ দিল দিল্লির আদালত
(last modified Fri, 24 Jul 2020 12:51:23 GMT )
জুলাই ২৪, ২০২০ ১৮:৫১ Asia/Dhaka
  • তাবলিগ জামাতের ৫৩ বিদেশি সদস্যকে মুক্তির আদেশ দিল দিল্লির আদালত

ভারতের দিল্লির একটি আদালত তাবলিগ জামাতের সঙ্গে সংশ্লিষ্ট ৫৩ বিদেশিকে জরিমানা দেওয়ার পরে মুক্তির আদেশ দিয়েছে। আজ (শুক্রবার) আদালতের পক্ষ থেকে ওই অনুমতি দেওয়া হয়।

ভারতে করোনা পরিস্থিতির মধ্যে দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দেশ-বিদেশের কয়েক হাজার তাবলিগ সদস্য। প্রশাসনের পক্ষ থেকে এদের বিরুদ্ধে লকডাউনবিধি ভাঙ্গাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। বিশেষ করে বিদেশি তাবলিগ সদস্যরা ভিসার নিয়ম ভেঙেছেন বলে অভিযোগ করা হয়।

আজ দিল্লির একটি আদালত ইন্দোনেশিয়া, কিরগিজস্তান এবং দক্ষিণ আফ্রিকা থেকে আসা ৫৩ জনকে জনকে জরিমানা প্রদানের পরে মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছে। তাঁরা লকডাউনের মধ্যে তাবলিগ জামাতের কর্মসূচিতে যোগ দিয়ে ভিসাবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। ওই বিদেশিরা নিজেদের দোষ স্বীকার করে কম সাজা দেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন।

আদালতে বিদেশি নাগরিকদের পক্ষে উপস্থিত আইনজীবী অশিমা মন্ডল, ফাহিম খান ও আহমেদ খান বলেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর্চনা বেনিওয়াল ইন্দোনেশিয়ার ৪০ জন, কিরগিজস্তানের ১২ জন এবং দক্ষিণ আফ্রিকার ১ জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা দেওয়ার পরে মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছে।

ওই মামলায় অভিযোগকারী ডিফেন্স কলোনির উপ-বিভাগীয় ম্যাজিস্ট্রেট, লাজপত নগরের সহকারী পুলিশ কমিশনার এবং নিজামউদ্দিনের পরিদর্শক বলেন এ ব্যাপারে তাঁদের কোনও আপত্তি নেই।

আজ হিন্দি ‘নবভারত টাইমস’জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, মহামারী রোগ আইন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন এবং ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা অধীনে নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ