বাবরী মসজিদ-রাম ইস্যুতে মুসলিম নেতাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন
(last modified Tue, 11 Aug 2020 13:18:49 GMT )
আগস্ট ১১, ২০২০ ১৯:১৮ Asia/Dhaka
  • বাবরী মসজিদ-রাম ইস্যুতে মুসলিম নেতাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বহুলালোচিত বাবরী মসজিদ-রাম জন্মভূমি ইস্যুতে বিতর্কিত মন্তব্যের অভিযোগে সমাজবাদী পার্টির নেতা শফিকুর রহমান বার্ক এমপি, অল ইন্ডিয়া পার্সোনাল ল’ বোর্ডের সম্পাদক মাওলানা ওয়ালি রহমানি ও অন্য মুসলিম নেতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন জানানো হয়েছে। আজ (মঙ্গলবার) আইনজীবী বিনীত জিন্দাল তাঁদের বিরুদ্ধে আদালতের রায় অবমাননার অভিযোগে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীরা প্রকাশ্য দিবালোকে কয়েকশ’ বছরের পুরোনো ঐতিহাসিক বাবরী মসজিদ ধ্বংস করে। ওই ইস্যুতে দীর্ঘকাল ধরে আইনি লড়াই শেষে গতবছর নভেম্বরে সুপ্রিম কোর্ট সেই জমিতে রাম মন্দির নির্মাণের অনুমতি দেয়। গত ৫ আগস্ট সেখানে একটি ট্রাস্টের মাধ্যমে রাম মন্দির নির্মাণের জন্য ভূমিপুজো ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এরপরেই সমাজবাদী নেতা শফিকুর রহমান বার্ক এমপি বলেছিলেন, ‘ওই জায়গায় বাবরী মসজিদ ছিল, বাবরী মসজিদ আছে এবং সব সময় তা থাকবে। বিজেপি-আরএসএস নিজেদের ক্ষমতা বলে আদালত থেকে নিজেদের স্বপক্ষে রায় নিয়ে মন্দিরের ভিত্তি স্থাপন করে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে হত্যা করেছে। দেশের মুসলিমরা মোদি ও যোগীর অনুগ্রহে নয়, মুসলিমরা আল্লাহ্‌র ভরসায় বেঁচে আছে। সেজন্য মুসলিমদের হতাশ হওয়া উচিত নয়।’

তিনি আরও বলেন, এটি আমাদের সাথে অন্যায় হয়েছে কিন্তু তবুও মুসলিমরা অত্যন্ত ধৈর্য নিয়ে কাজ করেছে। সুতরাং, আমরা  বিশ্বাস করি এটি একটি মসজিদ এবং এটি মসজিদ হিসেবেই থাকবে। এটি কেউ মুছে ফেলতে পারে না। মুসলিমরা এ দেশের জন্য যে বিশাল ত্যাগ স্বীকার করেছে বিজেপি সরকার তা ভুলে গেছে বলেও তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, অল ইণ্ডিয়া ইমাম এসোসিয়েশনের সভাপতি মাওলানা সাজিদ রশিদি বলেছিলেন, ইসলামে একটি মসজিদ সবসময় মসজিদই থাকে। একে অন্য কিছু নির্মাণের জন্য ভেঙে ফেলা যায় না। আমরা মনে করি এটি একটি মসজিদ ছিল এবং সব সময় মসজিদই থাকবে।

এসব মুসলিম নেতার বিরুদ্ধে আদালতের রায় অবমাননার অভিযোগে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন আইনজীবি নবীন জিন্দাল।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ