নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে টাকা দাবি, তদন্ত শুরু
(last modified Thu, 03 Sep 2020 06:10:58 GMT )
সেপ্টেম্বর ০৩, ২০২০ ১২:১০ Asia/Dhaka
  • নরেন্দ্র মোদি
    নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) ভোররাতে টুইটার হ্যান্ডলটি হ্যাক করার পরে, সেখান থেকে বেশ কয়েকটি টুইটও করা হয়। টুইটার কর্তৃপক্ষ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

টুইটার কর্তৃপক্ষ ঘটনার কথা স্বীকার করে এক বিবৃতিতে জানায়, ‘ওই ঘটনা সম্পর্কে আমরা ওয়াকিফহাল। অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ নিয়ে তদন্তও শুরু হয়েছে। কিন্তু এর প্রভাব অন্য কোনও অ্যাকাউন্টে পড়েছে কি না আমরা নিশ্চিত নই।’

২০১১ সালে খোলা নরেন্দ্র মোদির ওই টুইটার হ্যান্ডলে ২৫ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। বৃহস্পতিবার ভোররাত তিনটে নাগাদ এটি হ্যাক করার পরে সেখান থেকে বেশ কয়েকটি টুইট করে হ্যাকাররা। মূলত ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দেওয়ার জন্য আবেদন করা হয়।

ওই টুইটের কোনোটাতে বলা হয়েছে, ‘আমি আবেদন করছি কোভিড-১৯-এর জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলে টাকা দিন। ভারতে এখন ক্রিপ্টোকারেন্সি চালু হল।’

এরপরে বিটকয়েনের মাধ্যমে টাকা দেওয়ার একটি ‘আইডি’ দেওয়া হয়। অন্য একটি টুইটে বলা হয়, ‘এই অ্যাকাউন্ট হ্যাক করেছে জন উইক। আমরা পেটিএম মল হ্যাক করিনি।’

পরে ওই টুইটার হ্যান্ডলটি হ্যাকারদের কবল থেকে পুনরুদ্ধার করে ওই টুইটগুলো সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ততক্ষণে হ্যাকারদের করা টুইটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ