‘লাভ জিহাদ’ বিতর্কের মাঝে এলাহাবাদ হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়, এফআইআর খারিজ
(last modified Tue, 24 Nov 2020 12:08:07 GMT )
নভেম্বর ২৪, ২০২০ ১৮:০৮ Asia/Dhaka
  • ‘লাভ জিহাদ’ বিতর্কের মাঝে এলাহাবাদ হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়, এফআইআর খারিজ

ভারতে বিজেপিশাসিত বিভিন্ন রাজ্য কথিত ‘লাভ জিহাদ’ ইস্যুতে যখন কঠোর আইন তৈরি করার জন্য উঠেপড়ে লেগেছে তখন উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট সম্প্রতি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে।

আজ (মঙ্গলবার) হিন্দি এনডিটিভি জানিয়েছে, আদালত কথিত ‘লাভ জিহাদ’ ইস্যুতে অভিযুক্ত সালামত আনসারির বিরুদ্ধে এফআইআর খারিজ করে দিয়েছে। একইসঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে হস্তক্ষেপ করা দু'জনের পছন্দের স্বাধীনতার অধিকারের মারাত্মক লঙ্ঘন হবে বলেও হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে।

উত্তর প্রদেশের কুশীনগরে বসবাসকারী সালামত আনসারী এবং প্রিয়াঙ্কা খারওয়াড় তাদের পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গত বছরের আগস্টে বিয়ে করেছিলেন। প্রিয়াঙ্কা বিয়ের আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি নাম পরিবর্তন করে নিজের নাম আলিয়া রাখেন। ওই ঘটনাকে কেন্দ্র করে প্রিয়াঙ্কার পরিবার সালামতের বিরুদ্ধে ‘অপহরণ’ এবং ‘বিয়ের জন্য প্রলোভন’ দেওয়ার অভিযোগ এনে এফআইআর করেছিলেন। এফআইআরে ‘পকসো’ আইনও অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তাদের মেয়ে বিয়ে করার সময় নাবালিকা ছিল।

অন্যদিকে, অভিযুক্ত সালামত আনসারী তার বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিলের জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন। ওই আবেদনের শুনানিতে এলাহাবাদ হাইকোর্ট গুরুত্বপূর্ণ ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ রায়ে বলেছে, আমরা প্রিয়াঙ্কা খারওয়াড় এবং সালামত আনসারীকে হিন্দু ও মুসলমান হিসাবে দেখছি না। তারা দু'জনেই একবছরেরও বেশি সময় ধরে তাদের ইচ্ছা ও পছন্দ অনুসারে সুখে-শান্তিতে জীবনযাপন করছে। আদালত এবং সাংবিধানিক আদালত ভারতের সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে কোনও ব্যক্তির জীবন ও স্বাধীনতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আদালত তার আদেশে বলেছে, ‘আইন যেকোনও ব্যক্তিকে তার পছন্দের একই বা ভিন্নধর্ম নির্বিশেষে একসাথে থাকার অনুমতি দেয়। এটি জীবনের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের জন্য স্বাভাবিক।’

কথিত ‘লাভ জিহাদ’ রুখতে উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, হরিয়ানা, কর্নাটকের মতো বিজেপিশাসিত রাজ্য সরকার আইন আনার ব্যাপক তোড়জোড় শুরু  করেছে। বিহারে জেডিইউ-বিজেপি সমন্বিত জোট ‘এনডিএ’ সরকার ক্ষমতায় রয়েছে। এখানেও বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং  ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে আইন তৈরি করার দাবি জানিয়েছেন। যদিও তাঁর দাবিকে আমল দিতে চাচ্ছে না জেডিইউ।

সাধারণত উগ্রহিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন ‘লাভ জিহাদ’ শব্দবন্ধটি ব্যবহার করে। তাদের দাবি, মুসলিম তরুণরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে কৌশলে ধর্মান্তর করায়। কিন্তু গত ফেব্রুয়ারিতে সংসদে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, কোনও কেন্দ্রীয় সংস্থাই ‘লাভ জিহাদ’-এর বিরুদ্ধে কোনও মামলা দায়ের করেনি। আইনেও ‘লাভ জিহাদ’ -এর অস্তিত্ব নেই।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ