ভারতে নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলন অব্যাহত
(last modified Fri, 04 Dec 2020 09:19:06 GMT )
ডিসেম্বর ০৪, ২০২০ ১৫:১৯ Asia/Dhaka

ভারতে নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলন আব্যাহত রয়েছে। এ নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে ওই আন্দোলন চলছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সোচ্চার হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় তিনি বলেন, ‘কৃষকদের জীবন-জীবিকা নিয়ে মারাত্মক উদ্বেগে রয়েছি। ভারত সরকারের উচিত নয়া কৃষি বিল প্রত্যাহার করে নেয়া। অবিলম্বে বিল প্রত্যাহার না করা হলে আমরা রাজ্য ও দেশজুড়ে আন্দোলনে নামবো। আমরা প্রথম থেকেই এই কৃষকবিরোধী বিলের বিরোধিতা করে  আসছি।’

কৃষক ইস্যুকে সমর্থন করে আগামী দিনে মোটর ট্রান্সপোর্ট সংগঠন ধর্মঘটের হুমকি দিয়েছে। সরকার কৃষকদের দাবি না মানলে আগামী ৮ ডিসেম্বর দেশজুড়ে ওই ধর্মঘট হতে পারে। এরফলে সব মিলিয়ে কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকার প্রবল চাপে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/০৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ