কৃষি আইন : স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে কৃষক নেতাদের বৈঠকেও বেরোলো না সমাধান
(last modified Wed, 09 Dec 2020 07:55:10 GMT )
ডিসেম্বর ০৯, ২০২০ ১৩:৫৫ Asia/Dhaka
  • সর্বভারতীয় কিষাণ সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা
    সর্বভারতীয় কিষাণ সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা

ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে কৃষক নেতাদের বৈঠক হলেও নয়া কৃষি আইন নিয়ে সমস্যার সমাধান হয়নি। গতকাল (মঙ্গলবার) দিবাগত গভীর রাত পর্যন্ত উভয়পক্ষের মধ্যে ওই বৈঠক চলে।

সর্বভারতীয় কিষাণ সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা এদিন রাতে বলেন, ‘সরকার আইন প্রত্যাহার করতে নারাজ। এতদিন ধরে আইনে যেসব  সংশোধনের কথা মন্ত্রীরা বলেছেন, সে সবই সরকারপক্ষ পুনরাবৃত্তি করেছে।’

তিনি বলেন,  ‘সরকার গত পাঁচটি বৈঠকে একই কথা বার বার বলছে। অমিত শাহকে আমরা বলেছি, নতুন কথা বলুন। একই কথা পুনরাবৃত্তি করে কী লাভ? দেখা যাক,  সরকার কী লিখিত প্রস্তাব দেয়। তারপরে আমরা পরবর্তী বৈঠকে যোগ দেবো কী না, তা ঠিক হবে। কিন্তু এর সম্ভাবনা কম।’

কৃষকরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন,  তাদের দাবি একটাই, কালা আইন প্রত্যাহার করতে হবে। অন্যদিকে, কেন্দ্রীয় সরকার ওই আইন প্রত্যাহার করতে রাজি না হওয়ায় কৃষকরা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন।

কেন্দ্রীয় সরকার কৃষি সংক্রান্ত নয়া যে তিনটি আইন করেছে তার বিরুদ্ধে একটানা আন্দোলনে নেমেছেন বিভিন্ন রাজ্যের কৃষকরা। কৃষকদের দাবি,  তাঁরা ওই আইনে ক্ষতিগ্রস্ত হবেন সেজন্য অবিলম্বে ওই আইন প্রত্যাহার করতে হবে। অন্যদিকে, সরকারের দাবি, নয়া আইনের ফলে কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন।

প্রতিবাদী কৃষকরা দিল্লি এবং দিল্লি সীমান্ত সংলগ্ন বিভিন্ন রাজ্যের সীমান্তে একটানা প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলন চালাচ্ছেন। মঙ্গলবার তাঁরা ওই ইস্যুতে ভারত বনধের ডাক দিয়েছিলেন। আন্দোলনরত কৃষকদের দাবি, এদিন ২৫ টি রাজ্যের ১০ হাজার জায়গায় সফল বন্‌ধ হয়েছে।

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ