ভারতে ২৮ দিন ধরে চলছে কৃষক আন্দোলন, সরকার আলোচনায় প্রস্তুত বলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর
(last modified Wed, 23 Dec 2020 12:47:08 GMT )
ডিসেম্বর ২৩, ২০২০ ১৮:৪৭ Asia/Dhaka
  • কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর
    কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর

ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি করা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলন একটানা ২৮ দিন ধরে চলছে। সরকার পক্ষ এবং কৃষক নেতাদের মধ্যে একাধিকবার আলোচনা হলেও ওই ইস্যুতে কোনও সমাধান সূত্র বেরোয়নি। আজ (বুধবার) কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন, আন্দোলনরত কৃষকদের সঙ্গে সরকার খোলা মনে আলোচনায় প্রস্তুত রয়েছে।

কৃষি মন্ত্রী বলেন, প্রতিটি আন্দোলনের সমাধান সংলাপের মধ্য দিয়ে বেরিয়ে আসবে। আমি সম্পূর্ণ আশাবাদী যে আন্দোলনকারী কৃষকরা কথা বলবেন। কৃষকদের কাছে আমার অনুরোধ যে তারা কৃষক আইনের চেতনা বুঝুন।

কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে এবং সংশ্লিষ্ট আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সংলগ্ন বিভিন্ন রাজ্যের সীমান্তে প্রতিবাদী কৃষকরা একটানা ২৮ দিন ধরে ধর্না-অবস্থান কর্মসূচি আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আজ (বুধবার) বিজেপিশাসিত উত্তর প্রদেশে কৃষকদের সমর্থনে কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে কংগ্রেস দলের পক্ষ থেকে থালা বাজিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ সময়ে পুলিশ কংগ্রেস নেতা-কর্মীদের গ্রেফতার করে। রাজ্য কংগ্রেসের সভাপতি অজয় কুমার লাল্লুকে পুলিশ তাঁর বাসায় গৃহবন্দি করেছে। এ সময়ে কংগ্রেস কর্মীরা তাঁর বাসায় পৌঁছে সেখানে থালা বাজিয়ে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

কংগ্রেস নেতা অজয় কুমার লাল্লু আজ বলেন, কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী। কৃষকদের সমর্থনে সড়ক থেকে সংসদ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

বিজেপি নেতারা অবশ্য বিভিন্ন জায়গায় সম্মেলনের মাধ্যমে কৃষি আইনগুলোর সুবিধার কথা তুলে ধরছেন। কিন্তু উত্তর প্রদেশে দিল্লি সংলগ্ন অঞ্চলগুলোতে ব্যাপকভাবে কৃষি আইনের বিরোধিতা করছেন প্রতিবাদী কৃষকরা। বিশেষত নয়ডা, মীরাট, মুজাফফরনগর, বিজনৌর এলাকার কৃষকরা প্রতিনিয়ত ওই বিক্ষোভে শামিল হচ্ছেন।

চলমান কৃষক আন্দোলনকে সমর্থন জানাতে আজ সিঙ্ঘু সীমান্তে বিক্ষোভকারী কৃষকদের সাথে দেখা করতে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের  সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল পৌঁছেছে। প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন ডেরেক-ও-ব্রায়ান, শতাব্দী রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মন্ডল এবং মুহাম্মাদ নাদিমুল হক। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল সরকার আগেই কৃষি আইনের বিরোধিতায় সোচ্চার হয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ