প্রধানমন্ত্রী আগে করোনা ভ্যাকসিন নিন, পরে আমরা নেব: তেজ প্রতাপ যাদব
-
তেজ প্রতাপ যাদব
ভারতের বিহার রাজ্যের আরজেডি নেতা ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী তেজ প্রতাপ যাদব করোনা ভ্যাকসিন প্রদান ইস্যুতে বলেছেন, সবার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করোনা ভ্যাকসিন নেওয়া উচিত। এবং তারপরে তা দেশের অন্যদের দেওয়া হোক। তেজপ্রতাপ যাদব বলেন, ‘আগে প্রধানমন্ত্রী মোদিজী কোভিড-১৯ ভ্যাকসিন নিন। তারপরে আমরাও নেব।’
আরজেডি নেতা তেজপ্রতাপ যাদবের এধরণের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিহারের স্বাস্থ্য মন্ত্রী মঙ্গল পাণ্ডে।
এরআগে বিহারের কংগ্রেস নেতা অজিত শর্মা বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপির নেতারা আগে ভ্যাকসিনের ডোজ নিলে দেশবাসীদের আত্মবিশ্বাস বাড়বে। এবার সেই সুরেই সুর মেলালেন রাজ্যের বিরোধীপক্ষের নেতা তেজপ্রতাপ।
করোনার টিকা কোভ্যাক্সিন নিয়ে বিরোধীদের অভিযোগ, তৃতীয় দফার ট্রায়ালের আগেই সম্মতি দেওয়া হয়েছে ওই টিকাকে। সরকার তাড়াহুড়ো করছে অভিযোগ করে কংগ্রেসসহ দেশের অনেক বিরোধী দল সমালোচনা করেছে।
এদিকে, তেজ প্রতাপ যাদবের মন্তব্য প্রসঙ্গে বিহারের স্বাস্থ্য মন্ত্রী মঙ্গল পাণ্ডে বলেছেন, ‘তেজপ্রতাপ স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কে কতটা জানেন বিহারের লোকেরা তা ভালই জানেন। যারা না জেনে বিবৃতি দিচ্ছেন তাদের সম্পর্কে প্রতিক্রিয়া দেয়া উচিত নয়। উনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তাঁর জানা উচিত যে দেশের বিজ্ঞানীরা ওই ভ্যাকসিন তৈরি করেছেন। তেজ প্রতাপ দেশের বিজ্ঞানীদের সম্পর্কে প্রশ্ন তুলছেন, যা ঠিক নয়।’
মন্ত্রী মঙ্গল পাণ্ডে আরও বলেন, ‘কেউ কাউকে বিবৃতি দিতে বাধা দিতে পারে না। এটি বিজ্ঞানীদের তৈরি করা একটি ভ্যাকসিন। দেশে যেকোনও ভ্যাকসিন তৈরি করা হোক না কেন তা চিকিৎসা ক্ষেত্রের সাথে যুক্ত বিজ্ঞানীরা তৈরি করেন।’
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, ‘গোটা বিশ্ব ভারতের বিজ্ঞানীদের প্রশংসা করছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংকল্প ও পরিশ্রমের সাথে দেশের বিজ্ঞানীদের দ্বারা তৈরি ভ্যাকসিনের সমালোচনা করা শিশুসুলভ বিষয়।’
সম্প্রতি উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব করোনা ভ্যাকসিনকে ‘বিজেপির ভ্যাকসিন’ বলে কটাক্ষ করেন। তিনি অবশ্য বলেন, বিজ্ঞানীদের কোনও অসম্মান করেননি। কেবল সরকারের দায়িত্ববোধের সমালোচনা করতেই এমনটা বলেছেন। সবমিলিয়ে করোনার টিকাকরণ শুরু হওয়ার আগেই বিরোধীদের সমালোচনা ও কটাক্ষের মুখোমুখি হতে হচ্ছে কেন্দ্রীয় শাসকদল ও গেরুয়া শিবিরকে।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৮