দিল্লি সীমান্ত থেকে কৃষকের সরিয়ে দেওয়ার দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন
https://parstoday.ir/bn/news/india-i85934-দিল্লি_সীমান্ত_থেকে_কৃষকের_সরিয়ে_দেওয়ার_দাবিতে_ভারতের_সুপ্রিম_কোর্টে_আবেদন
ভারতের রাজধানী দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের সরিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। ঋষভ শর্মা নামে এক ব্যক্তি ওই আবেদন জানিয়েছেন। আগামীকাল (সোমবার) শীর্ষ আদালতে ওই আবেদনের শুনানি হবে।  
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
জানুয়ারি ১০, ২০২১ ১৩:৫৪ Asia/Dhaka
  • কৃষক আন্দোলন
    কৃষক আন্দোলন

ভারতের রাজধানী দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের সরিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। ঋষভ শর্মা নামে এক ব্যক্তি ওই আবেদন জানিয়েছেন। আগামীকাল (সোমবার) শীর্ষ আদালতে ওই আবেদনের শুনানি হবে।  

আবেদনকারী তার আবেদনে বলেছেন, বিক্ষোভ ও রাস্তা জ্যাম হওয়ার কারণে প্রত্যেকদিন ৩ হাজার ৫০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে। কাঁচামালের দাম ৩০ শতাংশ বেড়েছে। তিনি বলেন, সুপ্রিম কোর্ট গত অন্তর্বর্তী আদেশে বলেছিল যে প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত কিন্তু প্রতিবাদকারীরা মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত করেছে। এটি সুপ্রিম কোর্টের আদেশের লঙ্ঘন। 

কৃষক বিক্ষোভ ইস্যুতে সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করেছেন ঋষভ শর্মা। আবেদনে বলা হয়েছে, কৃষকদের সীমান্ত থেকে সরিয়ে দেওয়া উচিত। রাস্তা অবরুদ্ধ করা শাহীনবাগ আন্দোলন মামলায় সুপ্রিম কোর্টের জারি করা নির্দেশিকার পরিপন্থী। কৃষকরা কমপক্ষে ৪৬ দিন ধরে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করছেন। আন্দোলনকারী কৃষকরা কৃষি সংক্রান্ত তিনটি কেন্দ্রীয় আইন প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছেন।

কৃষি আইন সম্পর্কে সরকার ও কৃষকদের মধ্যে অচলাবস্থার অবসান ঘটাতে এরইমধ্যে অষ্টম দফায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। যদিও এসব বৈঠকে কোনও কংক্রিট ফল পাওয়া যায়নি। কৃষকদের সংগঠন কৃষি আইন প্রত্যাহার ছাড়া অন্য কিছু মানতে  রাজি নয়। গত শুক্রবার ৪০ টি কৃষক সংগঠন, কৃষক এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনায় অংশ নিয়েছিল।

কৃষকদের দাবি মেনে না নিলে তাঁরা আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রাজধানী দিল্লিতে ট্রাক্টর মিছিলের ঘোষণা দিয়েছেন। কৃষক নেতাদের সাথে পরবর্তী বৈঠক হবে আগামী ১৫ জানুয়ারি।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১০