বিজেপি দেশকে বিক্রি করে দিতে চাচ্ছে, ওরা দেশপ্রেমের কথা কী করে বলে? : মমতা
(last modified Mon, 01 Feb 2021 16:02:05 GMT )
ফেব্রুয়ারি ০১, ২০২১ ২২:০২ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে বলেছেন, ‘ওরা দেশকে বিক্রি করে দিতে চাচ্ছে, ওরা দেশপ্রেমের কথা কী করে বলে?’ তিনি আজ (সোমবার) উত্তরবঙ্গ উৎসবের সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রীয় সরকারের বাজেটের তীব্র সমালোচনা করেছেন। মমতা বলেন, ‘এরা সব বিক্রি করে দেবে। সমস্ত সরকারি ক্ষেত্র বিক্রি করে দেবে, একদিন  গোটা দেশকেই বিক্রি করে দেবে। ব্যাঙ্ক থেকে বিমা, রেল, সেল, ভেল  সবই বিক্রি করে  দেবে।’

কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মমতা বলেন, ‘এখন ওরা নির্বাচনের সময়ে এসে রাস্তা তৈরি করবেন। রাস্তার প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গের সব রাস্তা আমি  করে দেব। তারচেয়ে দিল্লিতে কৃষকরা রাস্তায় বসে আছেন। রাস্তার জন্য বরাদ্দ টাকা তাঁদের দিন। আমি বাংলার সব রাস্তা করে দেবো।’

কেন্দ্রীয় সরকারের বাজেট প্রসঙ্গে মমতা বলেন, ‘কৃষক ও মানুষদের বিপক্ষে এই বাজেট। অসংগঠিত ক্ষেত্রের কোনও কিছু নেই  বাজেটে। এরকম প্রতিহিংসাপরায়ণ সরকার আগে কখনও দেখিনি। দেশকে বিক্রি করছে, অথচ এক দেশ এক রেশন কার্ডের কথা বলছে। ভেকধারী সরকারের ফেকধারী বাজেট।’  

মুখ্যমন্ত্রী বলেন, ‘রেল, সেইল, গেইল, বন্দর, এলআইসি-সব বিক্রি করে দিচ্ছে। নোটবন্দির মতো ব্যাংকবন্দি করবে এবার। ব্যাংকে টাকা রাখবেন, দেখবেন, টাকা  নেই। এবার দেশটাকেও বিক্রি করে দেবে।’  

উপস্থিত জনতার উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন,  ‘এবার আপনারা ওদের বিক্রি করে দিন না। ওদের বলুন কত টাকা দিলে দেশ থেকে যাবে? কত টাকা দিলে বিদায় নেবে? আর  আর কত টাকা লাগবে তোমাদের?’ বিজেপি নেতারা বিভিন্ন ইস্যুতে মিথ্যাচার করছেন, ওদের কথা বিশ্বাস করবেন না বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#  

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।    

 

   

 

ট্যাগ