বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে দেশের গণতন্ত্র বিপন্ন হয়েছে: যশবন্ত সিনহা
ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক বিজেপি নেতা যশবন্ত সিনহা তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি আজ (শনিবার) কোলকাতায় তৃণমূল ভবনে তৃণমূলের সিনিয়র নেতা সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ও ডেরেক ও’ ব্রায়েনের কাছ থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।
যশবন্ত সিনহা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘বাংলায় এখন নির্বাচন হতে চলেছে। তৃণমূল কংগ্রেস ও আরও কয়েকটি দল বিজেপি’র বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। আমার মনে হয় বাংলার এই নির্বাচনের প্রভাব গোটা দেশের উপরে পড়বে। গোটা দেশে বিজেপিকে রোখা জরুরি। সেজন্য বাংলাতেও রোখা দরকার। বাংলায় বিজেপিকে রোখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা প্রয়োজন। সেই কারণে আজ আমি তৃণমূলে শামিল হলাম যাতে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে পারি, তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে পারি।’
তিনি বলেন, ‘বাজপেয়ীর আমলের সরকার আর এখনকার মোদির সরকারের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। যেভাবে হোক ভোটে জেতাই এখন বিজেপি’র লক্ষ্য। বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। বিচার ব্যবস্থাও দুর্বল হয়েছে। দেশের গণতন্ত্র বিপন্ন। দেশের কৃষকরাও এখন উৎপীড়িত।’
যশবন্ত সিনহা আরও বলেন, বর্তমানে দেশ এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এতদিন আমরা যে মূল্যবোধ নিয়ে চলতাম, যে গণতন্ত্রে বিশ্বাস করতাম, তা আজ বিপদের সম্মুখীন। সমস্ত মূল্যবোধ ঝেড়ে ফেলে দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক নিয়মকানুন কেউ মানছেন না। প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রতার উপরই গণতন্ত্রের শক্তি নিহিত থাকে। কিন্তু আজকের দিনে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানই দুর্বল হয়ে পড়েছে।’ বর্তমান সরকার নিজের খেয়ালখুশিমতো চলছে। বিরোধিতা করার কেউ নেই বলেও মন্তব্য করেন যশবন্ত সিনহা।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।