আগামী মাসেই পশ্চিমবঙ্গে মোতায়েন হচ্ছে রাফায়েল জঙ্গিবিমানের দ্বিতীয় স্কোয়াড্রন
(last modified Mon, 15 Mar 2021 12:18:20 GMT )
মার্চ ১৫, ২০২১ ১৮:১৮ Asia/Dhaka
  • আগামী মাসেই পশ্চিমবঙ্গে মোতায়েন হচ্ছে রাফায়েল জঙ্গিবিমানের দ্বিতীয় স্কোয়াড্রন

ভারতের পশ্চিমবঙ্গে আগামী মাসেই মোতায়েন হচ্ছে ফরাসি জঙ্গিবিমান রাফায়েলের দ্বিতীয় স্কোয়াড্রন। রাজ্যের হাসিমারা এয়ার ফোর্স স্টেশনে এগুলো মোতায়েন করা হবে।

ভারতের বিমান বাহিনীর বরাত দিয়ে সেদেশের বার্তা সংস্থা ‘পিটিআই’ এসব তথ্য জানিয়েছে। এপ্রিলের মাঝামাঝি সময়েই রাফায়েলের দ্বিতীয় স্কোয়াড্রন পশ্চিমবঙ্গে অবস্থান নেবে।

২০১৬ সালে ৫৯ হাজার কোটি রুপিতে ৩৬টি রাফায়েল জঙ্গিবিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি করে ভারত। এ পর্যন্ত ১১টি জঙ্গিবিমান ভারতের কাছে হস্তান্তর করেছে ফ্রান্স।

এখন পর্যন্ত তিন দফায় ভারতে রাফায়েল এসেছে। শেষবার অর্থাৎ তৃতীয় দফায় ভারতে রাফায়েল এসেছে ২৭ জানুয়ারি রাতের বেলা। এর আগে ২০২০ সালের ২৯ জুলাই সর্বপ্রথম ভারত রাফায়েল হাতে পায়।

এরপর ১০ সেপ্টেম্বর সেগুলো বিমান বাহিনীতে যুক্ত হয়। দ্বিতীয় দফায় ওই বছরেরই ৪ নভেম্বর ভারতের হাতে আসে ৪টি রাফায়েল। এই বিমানের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে।

এই যুদ্ধবিমানে একবার জ্বালানি ভরা হলে এটি ১০ ঘণ্টা একটানা আকাশে উড়তে পারে। এছাড়া উড়তে উড়তেও জ্বালানি ভরতে পারে এই যুদ্ধবিমান। রাফায়েলে সর্বাধিক গতি ঘণ্টায় দুই হাজার ১৩০ কিলোমিটার।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

ট্যাগ