ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ, একদিনেই ৪৫৯ জনের মৃত্যু
ভারতে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ক্রমশ মারাত্মক হতে দেখা যাচ্ছে। আজ (বৃহস্পতিবার)করোনার নয়া সংক্রমণ হয়েছে ৭২,৩৩০ টি। চলতি বছরে একদিনে এটিই সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা।
ভারতে এ পর্যন্ত করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২২ লাখ ২১ হাজার ৬৬৫। বুধবার সকাল ৮ টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৫৯ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ।
করোনায় এ পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ৯২৭ জনের মৃত্যু হয়েছে। উদ্বেগের বিষয় হল করোনার দ্বিতীয় দফার ঢেউয়ের মধ্যে সুস্থতার হার কমে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় ৪০ হাজার ৩৮২ জন সংক্রমণ মুক্ত হয়েছে যার ফলে এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি, ১৪ লাখ, ৭৪ হাজার ৬৮৩। এবং সুস্থতার হার কমে ৯৩.৮৯ শতাংশে দাঁড়িয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রকাশিত তথ্য অনুসারে, বর্তমানে সক্রিয় করোনা রোগী ৫ লাখ ৮৪ হাজার ৫৫ জন। যা মোট সংক্রমণের ৪.৭৮ শতাংশ। সম্প্রতি, ওই সংখ্যা ২ লাখের নীচে পৌঁছেছিল। মৃত্যু হার বেড়ে ১.৩৩ শতাংশ হয়েছে।
ভারতে গত ৭ আগস্ট কোভিড-১৯ এর ঘটনা ছিল ২০ লাখ, এরপরে ২৩ আগস্টে ৩০ লাখ, ৫ সেপ্টেম্বর ৪০ লাখ এবং ১৬ সেপ্টেম্বর ৫০ লাখ হয়। একইভাবে ধাপে ধাপে গত ১৯ ডিসেম্বর তা ১ কোটিতে পৌঁছয়। এভাবে মোট ৪২৭ দিনে ১ কোটি ২২ লাখ মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। #
পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/০১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।