বাংলায় কোভিড ছড়াবেন না: নরেন্দ্র মোদির প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়
-
মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদি
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে বলেছেন, বাংলায় কোভিড ছড়াবেন না নরেন্দ্র মোদিজী। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শুক্রবার) দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
মমতা বলেন, ‘এখানে প্যান্ডেল করতে প্রধানমন্ত্রীর লোক আসছে বাইরে থেকে। হাজার হাজার লোক আসছে এবং তারা বাংলায় কোভিড ছড়িয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে বলব, যারা বহিরাগত যারা বাংলায় থাকে না, তাদের বাংলায় অ্যালাউ করার কোনও প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী নিশ্চয়ই আসতে পারেন মিটিং করতে। কিন্তু এখানকার লোক দিয়ে প্যান্ডেল হোক। কোভিড টেস্ট করে করুক যারা প্যান্ডেল করবে। কিন্তু গুজরাট থেকে লোক নিয়ে এসে কেন প্যান্ডেল হবে? রাজস্থান থেকে লোক নিয়ে এসে কেন প্যান্ডেল হবে? কেন উত্তর প্রদেশ বা ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে এসে প্যান্ডেল হবে? বাংলাকে বাংলার মতো থাকতে দিন। বাংলায় কোভিড ছড়াবেন না নরেন্দ্র মোদিজী, আপনাকে বারবার করে বলছি।’
মমতা কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেন, ‘কোভিড দেখুন আবার বাড়িয়ে দিয়েছে। কোভিড কমে গিয়েছিল। ৫/৬ মাস কোনও কোভিড ছিল না। যখন ছিল না তখন কিন্তু নরেন্দ্র মোদিরা সবাইকে ইঞ্জেকশনটা দিয়ে ওষুধ দিয়ে ভালো রাখতে পারত। ওরা জানে দু’বছর চলবে। কেন ওরা এটা করেনি? আজকে আবার কোভিডকে বাড়িয়ে দিয়েছে।’
কোভিড ভ্যাকসিন প্রদান নিয়ে কেন্দ্রীয় সরকার রাজনীতি করছে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।