মহারাষ্ট্রে কোভিড হাসপাতালে আগুন লেগে ১৩ করোনা রোগীর মৃত্যু, মোদির শোক
(last modified Fri, 23 Apr 2021 06:41:04 GMT )
এপ্রিল ২৩, ২০২১ ১২:৪১ Asia/Dhaka
  • বিজয় বল্লভ কোভিড হাসপাতালে আগুন
    বিজয় বল্লভ কোভিড হাসপাতালে আগুন

ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলার বিরার পশ্চিমে অবস্থিত বিজয় বল্লভ কোভিড হাসপাতালের আইসিইউতে আগুন ধরে যাওয়ার ফলে ১৩ রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪ জন নারী রয়েছেন।

আজ (শুক্রবার) ভোর সাড়ে তিনটা নাগাদ ওই দুর্ঘটনার ফলে হাসপাতালটিতে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। ফায়ার ব্রিগেডের তৎপরতায় ভোর সাড়ে ৫ টার মধ্যে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।   

ওই দুর্ঘটনার সময়ে আইসিইউতে ১৫ জন রোগী ছিলেন এবং গোটা হাসপাতালে ৯০ জন রোগী ভর্তি ছিল। এরমধ্যে অক্সিজেন সহায়তায় থাকা ২১ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ওই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।  

এদিকে, মর্মান্তিক এ ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এক টুইটার বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “ভিড়ের একটি কোভিড হাসপাতালে আগুনের ঘটনাটি মর্মান্তিক। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতেরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক।” পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লাখ এবং ঘটনায় আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ওই ঘটনায় শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অন্যদিকে, রোগীদের পরিবারের সদস্যদের অভিযোগ, যখন আগুন ধরেছিল হাসপাতালের কর্মীরা রোগীদের ভিতরে রেখে বাইরে পালিয়ে যান। এমন পরিস্থিতিতে তারা নিজেরা গিয়ে রোগীদের বাইরে বের করে আনার চেষ্টা করেন। বলা হচ্ছে দুর্ঘটনার সময়ে দু’জন নার্স আইসিইউতে উপস্থিত ছিলেন।

হাসপাতালের মুখ্য নির্বাহী কর্মকর্তা দিলিপ শাহের দাবি, রাতে হাসপাতালে চিকিৎসক ছিলেন। কিন্তু যখন তাঁকে জিজ্ঞেস করা হয় দুর্ঘটনার সময়ে মোট কতজন কর্মী কর্তব্যরত ছিলেন, তখন তিনি সঠিক পরিসংখ্যান দিতে পারেননি। 

মহারাষ্ট্রের নাসিকের একটি সরকারী হাসপাতালে গত (বুধবার) একটি বড় দুর্ঘটনা ঘটেছিল। জাকির হুসেন হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক লিক হওয়ার ফলে উদ্ভূত পরিস্থিতিতে ২৪ জন রোগীর মৃত্যু হয়। যে সময়ে অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল, সে সময়ে হাসপাতালটিতে ১৭১ রোগী অক্সিজেনে এবং ৬৭ জন রোগী ভেন্টিলেটরে ছিলেন। সেই ঘটনার জের না মিটতেই ফের মহারাষ্ট্রের এক হাসপাতালে বড় দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন রোগী।     

পার্সটুডে/এমএএইচ/এআর/২৩ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

 

ট্যাগ