ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে হামাসের অবস্থানকে সমর্থন করল হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/event-i152676-ট্রাম্পের_পরিকল্পনার_বিষয়ে_হামাসের_অবস্থানকে_সমর্থন_করল_হিজবুল্লাহ
পার্সটুডে- লেবাননের হিজবুল্লাহ এক বিবৃতিতে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি সমর্থন জানিয়েছে। ট্রাম্পের গাজা পরিকল্পনার বিষয়ে হামাসের অবস্থানের বিষয়ে এই সমর্থন ব্যক্ত করা হয়েছে।
(last modified 2025-10-06T10:21:25+00:00 )
অক্টোবর ০৫, ২০২৫ ২০:৪৭ Asia/Dhaka
  • হিজবুল্লাহর পতাকা
    হিজবুল্লাহর পতাকা

পার্সটুডে- লেবাননের হিজবুল্লাহ এক বিবৃতিতে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি সমর্থন জানিয়েছে। ট্রাম্পের গাজা পরিকল্পনার বিষয়ে হামাসের অবস্থানের বিষয়ে এই সমর্থন ব্যক্ত করা হয়েছে।

বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, হামাসের এই অবস্থান অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা ও সমন্বয়ের ফসল। একদিকে এটি গাজার জনগণের বিরুদ্ধে ইসরাইলি দখলদার বাহিনীর বর্বর হামলা বন্ধে আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন, অন্যদিকে ফিলিস্তিন ইস্যুর মূল নীতিমালা ও ফিলিস্তিনি জাতির ন্যায্য অধিকার থেকে সরে না আসার দৃঢ় প্রতিশ্রুতির বহির্প্রকাশ।

হিজবুল্লাহ আরও জানিয়েছে, হামাসসহ সব প্রতিরোধ সংগঠনের এই অবস্থান ফিলিস্তিনের জাতীয় ঐক্যের প্রতীক। ফিলিস্তিনি জাতির ন্যায্য অধিকারের ভিত্তিতে গড়ে ওঠা অভ্যন্তরীণ ঐকমত্যই ভবিষ্যতের যেকোনো আলোচনার কাঠামো হওয়া উচিত — এটি এমন আলোচনা যার লক্ষ্য হবে দখলদার বাহিনীর গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ প্রত্যাহার, গাজার জনগণকে উৎখাতের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ করা এবং রাজনৈতিক, নিরাপত্তা ও জীবনধারার দিক থেকে ফিলিস্তিনিদের নিজেদের সামর্থ্যে নিজেদের অঞ্চল পরিচালনার সুযোগ সৃষ্টি করা।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।