ফ্রান্সে অচলাবস্থা: এক বছরে তৃতীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ, ইউরোপীয় বাজারের পতন
https://parstoday.ir/bn/news/world-i152708-ফ্রান্সে_অচলাবস্থা_এক_বছরে_তৃতীয়_প্রধানমন্ত্রীর_পদত্যাগ_ইউরোপীয়_বাজারের_পতন
পার্সটুডে- নতুন মন্ত্রিসভা ঘোষণার কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লকর্নু। মাত্র ২৬ দিন আগে তিনি ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছিলেন।
(last modified 2025-10-07T09:26:54+00:00 )
অক্টোবর ০৬, ২০২৫ ২০:১৫ Asia/Dhaka
  • সেবাস্তিয়ান লকর্নু
    সেবাস্তিয়ান লকর্নু

পার্সটুডে- নতুন মন্ত্রিসভা ঘোষণার কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লকর্নু। মাত্র ২৬ দিন আগে তিনি ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছিলেন।

এলিসি প্রাসাদ থেকে আজ সোমবার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। এদিন সকালে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের সঙ্গে দেখা করতে এলিসি প্রাসাদে এসেছিলেন সেবাস্তিয়ান লকর্নু। তিনি প্রায় এক ঘণ্টা এলিসি প্রাসাদে অবস্থান করেন।

ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএমটিভি আজ সোমবার এলিসি প্যালেসের বরাত দিয়ে জানিয়েছে- ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্তিয়ান লেকর্নুর পদত্যাগ গ্রহণ করেছেন।

পার্সটুডে জানিয়েছে, লকর্নু গতকাল নতুন যে মন্ত্রিসভা ঘোষণা করেন, তা নিয়ে ফ্রান্সের পার্লামেন্টের বেশির ভাগ দলের পক্ষ থেকে তীব্র আপত্তি ওঠে। কারণ, লকর্নু তাঁর পূর্বসূরি বাইরুর ভেঙে দেওয়া মন্ত্রিসভা প্রায় অক্ষত অবস্থায় ফেরত আনেন। এর সমালোচনা করে দলগুলো নতুন মন্ত্রিসভাকে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দেয়।
এ নিয়ে এক বছরে ফ্রান্সে এটি তৃতীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ। এটা সেদেশে কঠিন রাজনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। এই পদত্যাগের প্রভাবে সোমবার ইউরোপীয় শেয়ার বাজারে নেতিবাচক প্রবণতা দেখা গেছে।

গত বছরের জুলাই থেকে ফ্রান্সের রাজনীতিতে অস্থিরতা চলছে। দেশটির সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি আবারও ফ্রান্সের নেতৃত্বের দুর্বলতা এবং শাসন কাঠামোর ভঙ্গুরতা তুলে ধরেছে।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।