ইসরায়েল পতনের দ্বারপ্রান্তে রয়েছে: ইসরায়েলি বিশ্লেষক
https://parstoday.ir/bn/news/event-i152698-ইসরায়েল_পতনের_দ্বারপ্রান্তে_রয়েছে_ইসরায়েলি_বিশ্লেষক
পার্সটুডে- একজন ইসরায়েলি বিশ্লেষক আবারও এই বলে সতর্ক করেছেন যে, আগামী দুই বছরের মধ্যেই ইহুদিবাদী ইসরায়েলের পতন ঘটবে। ইসরায়েলি বিশ্লেষক লিয়োর বেন শাউল বর্তমান ইসরায়েল পরিস্থিতিকে একটি "অস্তিত্বের সঙ্গে  সম্পর্কিত ভূমিকম্প" বলে অভিহিত করেছেন, যা জায়নবাদী শাসনের ভিত্তিকে নাড়া দিচ্ছে।
(last modified 2025-10-06T14:47:40+00:00 )
অক্টোবর ০৬, ২০২৫ ২০:১৫ Asia/Dhaka
  • ইসরায়েল পতনের দ্বারপ্রান্তে রয়েছে: ইসরায়েলি বিশ্লেষক

পার্সটুডে- একজন ইসরায়েলি বিশ্লেষক আবারও এই বলে সতর্ক করেছেন যে, আগামী দুই বছরের মধ্যেই ইহুদিবাদী ইসরায়েলের পতন ঘটবে। ইসরায়েলি বিশ্লেষক লিয়োর বেন শাউল বর্তমান ইসরায়েল পরিস্থিতিকে একটি "অস্তিত্বের সঙ্গে  সম্পর্কিত ভূমিকম্প" বলে অভিহিত করেছেন, যা জায়নবাদী শাসনের ভিত্তিকে নাড়া দিচ্ছে।

পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, তিনি হিব্রু দৈনিক ইদিয়োথ আহারোনোথ-এ প্রকাশিত একটি নিবন্ধে লিখেছেন, “জায়নবাদী ইসরায়েল আগামী দুই বছরের মধ্যে সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন এই শাসনের ভঙ্গুরতা স্পষ্ট করে তুলেছে।”

বেন শাউল স্বীকার করেছেন, দখলকৃত ভূখণ্ড থেকে ব্যাপকভাবে জনগণ চলে যাচ্ছে। তিনি বলেন, “ইউরোপ ও আমেরিকায় যাওয়ার টিকিট দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। ইসরায়েলি দূতাবাসগুলো ভিসা ও অভিবাসনের আবেদনপত্রে উপচে পড়ছে। অনেক পরিবার তাদের সম্পত্তি বিক্রি করে সন্তানদের বিদেশে পাঠাচ্ছে—ফিরে আসার কোনো ইচ্ছা তাদের নেই।”

এই ইসরায়েলি বিশ্লেষক বলেন, “জায়নবাদী সেনাবাহিনী দুর্বল এবং সরকারের কোনো লক্ষ্য বা দিকনির্দেশনা নেই। গাজায় ব্যাপক হামলা চালিয়েও ইসরায়েলি সেনারা সেই এলাকা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে।”
তিনি আরও বলেন, “হামাস এই শাসনের দুর্বলতাকে উন্মোচন করেছে। আজ আমরা এমন এক সরকার দেখছি যার কোনো প্রকল্প নেই, কোনো নৈতিকতা নেই। একটি সরকার, যে শিশুদের আটক করে, বেসামরিক মানুষ হত্যা করে—আর আশা করে বিশ্ব তাদের জন্য হাততালি দেবে।”

ইহুদিবাদী ইসরায়েলের পতনের দুই সম্ভাব্য চিত্র

বেন শাউল ভবিষ্যতের জন্য দুইটি সম্ভাব্য পরিস্থিতির কথা উল্লেখ করেছেন:

প্রথম দৃশ্যপট: ইসরায়েল একটি বিচ্ছিন্ন ও অস্ত্রধারী ইহুদিবাদী দুর্গে পরিণত হবে, যার টিকে থাকা সম্পূর্ণরূপে আমেরিকার সমর্থনের উপর নির্ভর করবে।

দ্বিতীয় দৃশ্যপট: ইহুদিবাদী শাসনব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হবে এবং দখলকৃত ভূখণ্ড প্রকৃত মালিকদের কাছে ফিরে যাবে।

লিয়োর বেন শাউল সতর্ক করে বলেন, “জায়নবাদী ইসরায়েলের পতনের ঘড়ি বেজে গেছে। যখন তা ধসে পড়বে, তখন বিশ্ব সেই মুহূর্তটিকে স্মরণ করবে—যে মুহূর্তে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তার মানবতা হারিয়ে সবকিছু হারিয়েছিল।”#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।