ভারতে একদিনে করোনায় ২,২৬৩ জনের মৃত্যুর রেকর্ড
(last modified Fri, 23 Apr 2021 12:19:23 GMT )
এপ্রিল ২৩, ২০২১ ১৮:১৯ Asia/Dhaka
  • ভারতে একদিনে করোনায় ২,২৬৩ জনের মৃত্যুর রেকর্ড

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ দ্রুত গতিতে বেড়ে চলার মধ্যে একদিনে ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন করোনা সংক্রমিত হয়েছেন। আর একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২,২৬৩ জনের। যা একদিনে মৃত্যুর এটিই সর্বোচ্চ রেকর্ড।

একদিনে আক্রান্তের সংখ্যার নিরিখে এটিই সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে পরপর দু’দিন আক্রান্তের সংখ্যা ৩ লাখেরও বেশি হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ওই সংখ্যা ছিল ৩ লাখ ১৪ হাজার ৮৩৫।   

আজ (শুক্রবার) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (বৃহস্পতিবার) সকাল ৮ টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত দেশে ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন করোনা সংক্রমিত হয়েছেন। একইসময়ে ২ হাজার ২৬৩ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। 

সরকারি সূত্রে প্রকাশ, ভারতে এ পর্যন্ত ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জন করোনা সংক্রমিত হয়েছেন। মারা গেছেন, ১ লাখ ৮৬ হাজার ৯২০ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার ১৫৯ জন। বর্তমানে হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন থাকা রোগীর সংখ্যা বেড়ে ২৪ লাখ ২৮ হাজার ৬১৬ জনে পৌঁছেছে।   

চলতি এপ্রিল মাসে একনাগাড়ে বেড়ে চলা করোনার ভয়াবহ প্রকোপ থেকে বোঝা যায় এ মাসের প্রথম ২৩ দিনে মোট ৪১ লাখ ১৪ হাজার ৩৬০টি নয়া সংক্রমণ হয়েছে এবং এপ্রিলে কোভিডের কারণে এ পর্যন্ত মোট ২৪  হাজার ৪৫২ জন মারা গেছে। এভাবে একটানা ৯ দিন ধরে দৈনিক দু’লাখেরও বেশি সংখ্যক করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি  আজ শুক্রবার পর্যন্ত একটানা ১৩ দিন দৈনিক দেড় লাখেরও বেশি এবং একটানা ১৭ দিন ধরে  দেশে এক লাখেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছে।

দেশে গত ৫ এপ্রিল প্রথমবারের মতো একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৫৫৮। কিন্তু ২৩ এপ্রিল একদিনেই ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন সংক্রমিত হয়েছেন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখে পৌঁছতে সময় লেগেছিল ১১০ দিন। কিন্তু বর্তমানে ব্যাপক সংক্রমণের ফলে ৪৪৯ দিনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জনে পৌঁছেছে।#

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২৩ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

ট্যাগ