পশ্চিমবঙ্গে শেষ দফার বিধানসভা ভোটে সংঘর্ষ, ভাঙচুর, উত্তেজনা
(last modified Thu, 29 Apr 2021 13:01:51 GMT )
এপ্রিল ২৯, ২০২১ ১৯:০১ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটে সংঘর্ষে আহত একজন
    পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটে সংঘর্ষে আহত একজন

ভারতের পশ্চিমবঙ্গে অষ্টম ও শেষ দফার বিধানসভা নির্বাচনে বিভিন্ন জায়গায় সংঘর্ষ, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে।

আজ (বৃহস্পতিবার) ওই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। 

আজ সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার জলঙ্গি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় তৃণমূল ও বাম-কংগ্রেস জোটের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই এলাকায় সিপিএমের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে।  

অন্যদিকে, হরিহরপাড়া বিধানসভা এলাকায় কংগ্রেস সমর্থকদের উপরে  হামলার অভিযোগ উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। কান্দি এবং বহরমপুর থেকেও গোলযোগের খবর পাওয়া যায়।

জলঙ্গির চকমথুরা এলাকায় সংঘর্ষের ঘটনায় ৬ জন তৃণমূল সমর্থক গুলিতে আহত হয়েছেন বলে অভিযোগ। তৃণমূলের হামলায় কয়েকজন জোট সমর্থক আহত হয়েছেন। আহত তৃণমূলকর্মীদের সাদিখাঁরদিয়াড় গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে এঁদের মধ্যে ৩ জনকে বহরমপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে তৃণমূলের দাবি। 

অন্যদিকে, জলঙ্গি বিধানসভার অন্তর্গত ঘোষপাড়া অঞ্চলের রাইপাড়াতে  ২৩৩/২৩৪ নম্বর বুথের সামনে তৃণমূল ও সংযুক্ত মোর্চার সমর্থকদের মধ্যে বচসা থেকে সংঘর্ষ শুরু হয়। ওই ঘটনায় কয়েকজন সংযুক্ত মোর্চার কর্মী-সমর্থক আহত হলে তাঁদেরকে ডোমকল হাসপাতালে পাঠানো হয়।

আজ বোলপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে এলাকার মানুষজন বিক্ষোভ প্রদর্শন করেন। দলীয় কর্মীকে মারধরের অভিযোগ পেয়ে ইলামপুর বাজারে ডোমনপুর গ্রামে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থীর গাড়িতে ঢিল মারলে তাঁর গাড়ির কাঁচ ভেঙে যায়। ওই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে হাতে লাঠি,  বাঁশ হাতে নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে এক গ্রামবাসীর মাথায় আঘাত লাগলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি একদম ঠিক আছি। গাড়িতে পিছন থেকে আক্রমণ করেছে। তৃণমূলের পোষা ‘মুসলিম গুণ্ডা বাহিনী’ এটা করেছে। আজ সকাল থেকে ডোমনপুর বুথে সমস্যা হচ্ছিল। আমি বুথে পরিদর্শন করছিলাম। কয়েকজন মহিলা ভোট দিতে পারছিল না বলে আমি তাঁদের ভোট দিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। এ সময় হামলা করা হয়। পুলিশ পরিস্থিতি সামলে নিয়েছে।’#

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ