পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে, ২৪ ঘণ্টার মধ্যে ১৪৭ জনের প্রাণহানি
ভারতের পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৪৭ জনের মৃত্যু রেকর্ড হয়েছে।
রাজ্যে একদিনে মৃত্যুর সংখ্যার নিরিখে এটিই সর্বোচ্চ রেকর্ড। পশ্চিমবঙ্গে মৃত ১৪৭ জনের মধ্যে ৩৯ জন উত্তর ২৪ পরগনা জেলার এবং ৩৩ জন রাজধানী কোলকাতার বাসিন্দা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, পশ্চিমবঙ্গে গতকাল (রোববার)সকাল ৮ টা থেকে আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১১৭ টি নয়া সংক্রমণ হয়েছে। একইসময়ে ১৪৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার ওই সংখ্যা ছিল ১৪৪। এ নিয়ে রাজ্যটিতে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ২৮৪। এছাড়া ১ লাখ ৩১ হাজার ৮০৫ জন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন আছেন। রাজ্যে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩৩ হাজার ৪৩০ জন। মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৮৮ হাজার ৩৪১ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে গতকাল (রোববার) সকাল ৮ টা থেকে আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ২ লাখ ৮১ হাজার ৩৮৬ জনের নয়া সংক্রমণ এবং একইসময়ে ৪ হাজার ১০৬ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। এরফলে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৭৪ হাজার ৩৯০ জনে পৌঁছেছে।
অন্যদিকে, দেশে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ৪৬৩। বর্তমানে ৩৫ লাখ ১৬ হাজার ৯৯৭ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। এ পর্যন্ত মোট ২ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৭৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।#
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।