ভারতে করোনা সুনামিতে ২৫ দিনে প্রায় ১ লাখ মানুষের মৃত্যু
(last modified Tue, 25 May 2021 14:06:45 GMT )
মে ২৫, ২০২১ ২০:০৬ Asia/Dhaka
  • ভারতে করোনা সুনামিতে ২৫ দিনে প্রায় ১ লাখ মানুষের মৃত্যু

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ২৫ দিনে প্রায় ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার) এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে ওই তথ্য জানানো হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে চলতি মে মাস সবচেয়ে মারাত্মক প্রমাণিত হয়েছে।  সরকারী পরিসংখ্যানে প্রকাশ,  মে মাসে করোনায় ৯৮ হাজার ৯০১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে, যা দৈনিক প্রায় ৪ হাজার মৃত্যুর কাছাকাছি। 

গতকাল  ২৪ মে ২৪ ঘণ্টার তথ্য অনুসারে ৪ হাজার ৪৫৪ জন রোগী মারা গেছেন, যা দৈনিক মৃত্যুর নিরিখে সবচেয়ে বেশি সংখ্যা। করোনায় মোট মৃত্যুর সংখ্যার নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরেই ভারতের স্থান সর্বাধিক।   

এরআগে গত এপ্রিলে করোনার প্রায় ৪৬ হাজার রোগীর মৃত্যু হয়েছিল। এবার মে মাসের ২৫ দিনের মধ্যে ভারতে ৯৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ভারতে গত ২৫ দিনের মধ্যে ১২ দিনে দৈনিক ৪ হাজারেরও বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। এভাবে দেশে মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৭ হাজার ২৩১ জনে পৌঁছেছে।       

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত মোট ২ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪ জন সংক্রমিত হয়েছেন। গতকাল (সোমবার) সকাল ৮ টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত ১ লাখ ৯৬ হাজার ৪২৭ টি নয়া সংক্রমণ এবং একই সময়ে ৩ হাজার ৫১১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এপর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৮৬১ জন। বর্তমানে ২৫ লাখ ৮৬ হাজার ৭৮২ জন করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

ভারতে এ পর্যন্ত ৩৩ কোটি ২৫ লাখ ৯৪ হাজার ১৭৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা প্রতিরোধে জনগণের মধ্যে এ পর্যন্ত মোট ১৯ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ৯৯৯ টি করোনার ডোজ প্রদান করা সম্ভব হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ