পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে ১৫ জুন পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ
(last modified Thu, 27 May 2021 12:07:49 GMT )
মে ২৭, ২০২১ ১৮:০৭ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে ১৫ জুন পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ

ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা করতে আগামী ১৫ জুন পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সংক্রান্ত ঘোষণা করেন।

এর আগে রাজ্যে গত ১৫ মে থেকে ৩০ মে পর্যন্ত বিধিনিষেধ বা কার্যত একপ্রকার লকডাউন জারি করা হয়। এবার সেই বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে তা ১৫ জুন পর্যন্ত করা হয়েছে। 

বিধিনিষেধের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে পরের দিন ভোর ৫ টা পর্যন্ত বাইরে বেরনো নিষিদ্ধ থাকছে। ওই সময়ে ব্যক্তিগত গাড়িও চলবে না। এছাড়া শপিং মল, স্পা, সিনেমা হল, শরীরচর্চা কেন্দ্র, সুইমিং পুল ইত্যাদি বন্ধ থাকবে। সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে মিষ্টির দোকান। গয়না ও শাড়ির দোকান খোলা থাকবে দুপুর ১২টা থেকে ৩ টে পর্যন্ত। মদের দোকান বন্ধ থাকছে। ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত। মুদিখানা এবং বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত। লোকাল ট্রেন আগেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়া বাস, মেট্রো, এবং ফেরি পরিসেবা বন্ধ থাকছে।    

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, ‘আমরা একে লকডাউন বলছি না। আমরা বলছি ‘বিধিনিষেধ’। এরআগে যা যা বিধিনিষেধ ছিল সেগুলোই বজায় থাকবে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কেউ বাইরে বের হবেন না। বাজার, মিষ্টির দোকান, শাড়ি, গয়নার দোকান যেরকম নিয়ম মেনে খুলছিল সেরকমই খুলবে। শুধু জুটমিলে কর্মীর সংখ্যা ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। এছাড়া  নির্মাণ কাজে যুক্ত শ্রমিকদের টিকা নেওয়া হয়ে গেলে তারা দৈহিক দূরত্ববিধি মেনে কাজ করতে পারবেন।’  

‘রাজ্যে বিধিনিষেধের কারণে কোভিড কিছুটা হলেও কমেছে। মানুষ সহযোগিতা করছেন। নিজেরা নিজেকে রক্ষা করছেন। ফলে কোভিড কিছুটা হলেও কমেছে এটা একটা স্বস্তি। যেহেতু কিছুটা কমেছে সেজন্য আমরা আরও একটু সময় নিচ্ছি। সেজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেবো’ বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মন্তব্য করেন। #            

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ