ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ৬৪৬ জন চিকিৎসকের মৃত্যু
(last modified Sat, 05 Jun 2021 13:35:15 GMT )
জুন ০৫, ২০২১ ১৯:৩৫ Asia/Dhaka
  • ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ৬৪৬ জন চিকিৎসকের মৃত্যু

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে এ পর্যন্ত ৬৪৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ (শনিবার) ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) ওই তথ্য জানিয়েছে। করোনার প্রথম ঢেউয়ে ৭৪৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল। এভাবে প্রাণঘাতী করোনাভাইরাস সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসকদেরও রেহাই দেয়নি।

আইএমএ সূত্রে প্রকাশ, ২ জুন পর্যন্ত মারা যাওয়া ৬৪৬ জন চিকিৎসকের মধ্যে সর্বাধিক ছিল জাতীয় রাজধানী দিল্লিতে, যা করোনার দ্বিতীয় পর্বের সময়ে ভারতে ক্ষতিগ্রস্ত অন্যতম একটি হটস্পট হয়ে উঠেছিল। এরপরে বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, ঝাড়খন্ড ও অন্য রাজ্য থেকে মারা যাওয়া চিকিৎসকদেরও শনাক্ত করা হয়েছে।   

সবচেয়ে বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে রাজধানী দিল্লিতে। এখানে ১০৯ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। এছাড়া বিহারে ৯৭, উত্তর প্রদেশে ৭৯, রাজস্থানে ৪৩, ঝাড়খণ্ডে ৩৯, অন্ধ্র প্রদেশে ৩৫, তেলেঙ্গনা ৩৪, গুজরাটে ৩৭, তামিলনাড়ুতে ৩২, পশ্চিমবঙ্গে ৩০, উড়িষ্যাতে ২৩, মহারাষ্ট্রে ২৩, মধ্য প্রদেশে ১৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়াও অন্যান্য রাজ্যেও চিকিৎসক মৃত্যুর ঘটনা ঘটেছে।   

আইএমএর সাথে যুক্ত একজন চিকিৎসক বলেন, 'গত বছর সারাদেশে কোভিড-১৯ এর কারণে ৭৪৮ জন চিকিৎসক মারা গিয়েছিলেন। কিন্তু বর্তমানে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এ পর্যন্ত আমরা ৬৪৬ জন চিকিৎসককে হারিয়েছি।'   

ভারতে আইএমএ চিকিৎসকদের একটি স্বেচ্ছাসেবী সংস্থা হওয়ার কারণে এটি মনে করা হচ্ছে যে এই সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ  মেডিকেল অ্যাসোসিয়েশন ১২ লাখ চিকিৎসকের মধ্যে কেবল ৩.৫ লাখ সদস্যের রেকর্ড রাখে। #           

পার্সটুডে/এমএএইচ/এআর/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ