জুন ১১, ২০২১ ১৬:০১ Asia/Dhaka

ভারতে একনাগাড়ে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধান বিরোধী দল কংগ্রেস আজ (শুক্রবার) বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল করেছে।  

পূর্বঘোষিত বিক্ষোভ চলাকালে কংগ্রেস কর্মী ও স্থানীয় নেতারা দিল্লি, পাঞ্জাব, কর্ণাটকসহ অনেক রাজ্যে গরুর গাড়ি চালিয়ে প্রতিবাদ বিক্ষোভে শামিল হন। এর পাশাপাশি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে শ্লোগান দেওয়া হয়।

কংগ্রেসের সিনিয়র নেতা কেসি বেনুগোপাল বলেন, মোদি সরকারের উচিত সাধারণ মানুষকে লুটপাট বন্ধ করা। গত ৫ মাসে, পেট্রোল ও ডিজেলের দাম ৪৪ বার বৃদ্ধি করা হয়েছে এবং আড়াইশো শহরে প্রতি লিটার পেট্রোলের দাম ১০০ টাকারও বেশি হয়েছে।   

চলতি বছরের ৪ মে’র পরে পেট্রোল-ডিজেলের দাম ২৩ বার বৃদ্ধি হয়েছে। এ সময় পেট্রোলের দাম অতিরিক্ত বেড়েছে ৫ টাকা ২৫ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৫ টাকা ৮৩ পয়সা বৃদ্ধি হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় এক লিটার পেট্রোলের দাম হয়েছে ৯৫ টাকা ৮০ পয়সা। অন্যদিকে, এক লিটার ডিজেলের দাম বেড়ে ৮৯ টাকা ৬০ পয়সা হয়েছে। জাতীয় রাজধানী দিল্লীতে এক লিটার পেট্রোলের দাম ৯৫ টাকা ৮৫ পয়সা। এবং এক লিটার ডিজেলের দাম ৮৬ টাকা ৭৫ পয়সা। মুম্বাইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ১০২ টাকা ০৪ পয়সা। প্রতিলিটার ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৪ টাকা ১৫ টাকা। রাজস্থান, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা এবং লাদাখসহ ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতি লিটার পেট্রোল ১০০ টাকা ছাড়িয়ে গেছে।#      

পার্সটুডে/এমএএইচ/এআর//১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ