ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে সতর্কতা
https://parstoday.ir/bn/news/india-i93624-ভারতে_করোনা_আক্রান্তের_সংখ্যা_৩_কোটি_ছাড়াল_ডেল্টা_প্লাস_ভ্যারিয়েন্টে_সতর্কতা
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৯০ হাজার ৬৬০। আজ (বুধবার) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
জুন ২৩, ২০২১ ১৮:২৭ Asia/Dhaka
  • ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে সতর্কতা

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৯০ হাজার ৬৬০। আজ (বুধবার) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।

 সরকারি সূত্রে প্রকাশ, গতকাল (মঙ্গলবার) সকাল ৮ টা থেকে আজ (বুধবার) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৮৪৮ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ১ হাজার ৩৫৮ জনের মৃত্যু হয়েছে। দেশে সুস্থ হয়েছেন ২ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৮৫৫ জন। বর্তমানে ৬ লাখ ৪৩ হাজার ১৯৪ জন করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। 

পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ১৪ লাখ ৮৫ হাজার ৪৩৮ জন সংক্রমিত এবং ১৭ হাজার ৪৩৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। রাজ্যটিতে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪৫ হাজার ৪৯৩ জন। বর্তমানে ২২ হাজার ৫০৮ জন চিকিৎসাধীন আছেন। 

এদিকে, করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট করোনার তৃতীয় ঢেউয়ের কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

আজ বুধবার এনডিটিভি হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ দেশে এ পর্যন্ত ৪০ জনের বেশি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন। ডেল্টা প্লাস  ভ্যারিয়েন্টে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে সেখানে এ পর্যন্ত ২১ জন সংক্রমিত হয়েছেন। এ ছাড়া মধ্য প্রদেশে ৬, কেরালায় ৩, তামিলনাড়ুতে ৩ এবং অন্ধ্র প্রদেশ, জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে ১ জন করে সংক্রমিত হয়েছেন।    

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেন, ডেল্টা প্লাস  ভ্যারিয়েন্ট বর্তমানে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, ভারত, পর্তুগাল,  সুইজারল্যান্ড, নেপাল এবং চীনসহ ৯টি দেশে রয়েছে। আমরা চাই না ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট আরও এগিয়ে চলুক।     

ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট সম্পর্কে এরইমধ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যকে সতর্ক করেছে। #

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।