পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি বিধায়কদের হট্টগোল, বেরিয়ে গেলেন রাজ্যপাল
(last modified Fri, 02 Jul 2021 12:31:33 GMT )
জুলাই ০২, ২০২১ ১৮:৩১ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি বিধায়কদের হট্টগোল, বেরিয়ে গেলেন রাজ্যপাল

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর লিখিত বক্তব্য শেষ না করে বিধানসভা ছেড়ে বেরিয়ে গেছেন।

আজ (শুক্রবার) বেলা ২ টার সময়ে বিধানসভায় রাজ্যপাল তাঁর বক্তব্য শুরু করলে বিরোধী বিজেপি বিধায়করা ব্যাপক হৈ-হট্টগোল ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন। রাজ্যে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের পোস্টার নিয়ে আসন ছেড়ে ওয়েলে নেমে আসেন বিজেপি বিধায়করা। ওই ঘটনাকে কেন্দ্র করে মাত্র ৪ মিনিটের মধ্যে রাজ্যপাল জগদীপ ধনখড় বক্তব্য থামিয়ে দিতে বাধ্য হন। যা কার্যত নজিরবিহীন বলে মনে করছেন বিশ্লেষকরা।  

বিজেপি বিধায়ক ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,  ‘নির্বাচন পরবর্তী সহিংসতার উল্লেখই ছিল না রাজ্যপালের ভাষণে। তৃণমূলের গুণ্ডা ও নিষ্ক্রিয় পুলিশের ভূমিকার উল্লেখ নেই। সেই কারণেই আমরা বাধা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ভাষণের কোথাও সহিংস ঘটনার উল্লেখ নেই। রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশন এসেছে। হাইকোর্টের মন্তব্য রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লিখে দেওয়া ভাষণে অনেক কিছুই  ছিল না। রাজ্যে ৪১ জন বিজেপি কর্মী নিহত হয়েছেন। নারীদের উপরে অত্যাচার হয়েছে। সে সবই আমরা বিধানসভায় তুলে ধরেছি। স্লোগানের মধ্যদিয়ে প্রতিবাদ  জানিয়েছি।’ 

‘নির্বাচন পরবতী সহিংসতা নিয়ে একটি লাইনও যদি ভাষণে লেখা হতো, তদন্ত করার কথা বলা হতো,  তাহলে আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করতাম’ বলেও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ