ভারতের করোনা পরিস্থিতি
https://parstoday.ir/bn/news/india-i94082
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। এরমধ্যে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে ৬৪৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার প্রথম ঢেউয়ে ৭৪৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল। এভাবে প্রাণঘাতী করোনাভাইরাস সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসকদেরও রেহাই দেয়নি।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ০৩, ২০২১ ১৬:১৪ Asia/Dhaka

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। এরমধ্যে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে ৬৪৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার প্রথম ঢেউয়ে ৭৪৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল। এভাবে প্রাণঘাতী করোনাভাইরাস সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসকদেরও রেহাই দেয়নি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব বলেন, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট বর্তমানে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, ভারত, পর্তুগাল,  সুইজারল্যান্ড, নেপাল এবং চীনসহ ৯টি দেশে রয়েছে। আমরা চাই না ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট আরও এগিয়ে চলুক।     

ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট সম্পর্কে এরইমধ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যকে সতর্ক করে দিয়েছে। #

পার্সটুডে/মো.আবুসাঈদ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।