পশ্চিমবঙ্গের বাজেটে সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা বিভাগে বরাদ্দ ৪ হাজার ৭৭৭ কোটি ৮১ লাখ টাকা
(last modified Wed, 07 Jul 2021 13:04:27 GMT )
জুলাই ০৭, ২০২১ ১৯:০৪ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের বাজেটে সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা বিভাগে বরাদ্দ ৪ হাজার ৭৭৭ কোটি ৮১ লাখ টাকা

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ রাজ্য বাজেট পেশ করা হয়েছে। আজ (বুধবার)রাজ্যের বাজেট পেশ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাজেটে সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৪ হাজার ৭৭৭ কোটি ৮১ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

এছাড়া বাজেটে আবাসন খাতে ২৭০ কোটি ৩১ লাখ, নারী, শিশু ও সমাজকল্যাণ বিভাগে ১৬ হাজার ৪৫ কোটি ৯৮ লাখ, সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৪ হাজার ৭৭৭ কোটি ৮১  লাখ, অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগে ২ হাজার ১৭১ কোটি ৭৮ লাখ, উপজাতি উন্নয়ন বিভাগে ১ হাজার ৬৮ কোটি ৩৮ লাখ, শ্রম বিভাগে ১ হাজার ৯৩ কোটি ১৬ লাখ এবং স্বনির্ভর ও স্বনিযুক্তি বিভাগে ৭১২ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজ্য বিধানসভার বাইরে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন খাতে রাজ্যকে বঞ্চনার অভিযোগ করেন।     

কেন্দ্রীয় সরকারের মন্ত্রীসভায় রদবদল প্রসঙ্গে এবং ‘উত্তরবঙ্গ’ পৃথক রাজ্য গঠনের দাবি জানানো জন বার্লার নাম সম্ভাব্য নয়া মন্ত্রীদের তালিকায় থাকা এবং এরফলে বিচ্ছিন্নতাবাদী শক্তি মদদ পেতে পারে কী না সে প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওরা কাকে মন্ত্রী করবে, কাকে বাদ দেবে, কাকে বাদ দেবে না, কাকে আজ তুলে আনবে, কাল ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেবে এটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা এ নিয়ে কিছু বলতে চাই না। বিজেপি নিজেই একটা বিচ্ছিন্নতাবাদী শক্তি। আজ নয় চিরকালই।’

‘যখন মানুষের সময় খারাপ হয় এবং বিনাশকালে বুদ্ধি নাশ হয়, তখন তারা এসব শক্তিকে খুঁজে বেড়ায়। কিন্তু এসব শক্তি কোনোদিন পাতে দেওয়ার যোগ্য নয়। এরফলে বিজেপি পার্টি সন্তুষ্ট হতে পারে, কিন্তু মানুষের কোনও কাজে লাগবে না এরা’ বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। #    

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ