ভারতে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের অবস্থান বিক্ষোভ
ভারতে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যজুড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ (শনিবার) রাজ্যের বিভিন্ন শহর, ব্লক ও গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের ব্যাপক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল নেতা-কর্মীরা প্রতিবাদ মিছিল করেন, স্লোগান দেন এবং প্রতিবাদ সূচক বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। অনেক জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতল পোড়ায় তৃণমূল কর্মীরা।
আজ শিবপুর হাওড়া মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা চুলায় হাঁড়ি বসিয়ে এবং খাটে একটি মোটর বাইক শুইয়ে প্রতিবাদে শামিল হন। হাওড়াতে মোটরবাইকের শেষকৃত্যের আয়োজন করা হয়। মোটর বাইককে খাটে তুলে, ফুল দিয়ে সাজিয়ে চন্দনের ফোঁটা পরিয়ে, ঘি মাখিয়ে সবাই মিলে কাঁধে করে শবযাত্রা করে প্রতীকী প্রতিবাদে শামিল হন তৃণমূল কর্মীরা। বীরভূমের নানুরে বিধায়ক বিধানচন্দ্র মাঝি গরুর গাড়িতে চড়ে বিক্ষোভে শামিল হন।
দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরে রাস্তার ওপরে মোটর বাইকসহ টায়ার জ্বালিয়ে, মাটির চুলায় কাঠ জ্বালিয়ে রান্নার মাধ্যমে, ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতল পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
উত্তর ২৪ পরগণা জেলার হাবড়ায় অবস্থান বিক্ষোভে শামিল হন রাজ্যের রাজ্যের বন ও অপ্রচলিত শক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর বক্তব্যে বলেন, ‘বিশ্ব বাজারে তেলের দাম অনুযায়ী ভারতে তেলের দাম হওয়া উচিত ৪৩ টাকা। কিন্তু দেশে এক লিটার পেট্রোলের দাম একশো টাকা ছাড়িয়ে গেছে।’
‘নরেন্দ্র মোদিকে পদত্যাগ করতে হবে’, ‘নরেন্দ্র মোদি দূর হটো’, ‘গ্যাসের দাম বাড়ছে কেন নরেন্দ্র মোদি জবাব দাও’, ‘পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে কেন নরেন্দ্র মোদি জবাব দাও, জবাব দাও’ ইত্যাদি স্লোগান দেন রাজ্যের বন ও অপ্রচলিত শক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর সঙ্গে গলা মেলান দলীয় কর্মী-সমর্থকরা।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।