জুলাই ২৬, ২০২১ ১৮:২৬ Asia/Dhaka
  • পেগাসাস’ ইস্যুতে বিরোধীদের তুমুল বিক্ষোভের জেরে সংসদের অধিবেশন মুলতুবি

ইহুদিবাদী ইসরাইলি পেগাসাস স্পাইওয়্যারের সাহায্যে ফোনে আড়ি পাতা ইস্যুতে ভারতে বিরোধীদলীয় এমপিদের প্রতিবাদ বিক্ষোভের জেরে সংসদের অধিবেশন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

আজ (সোমবার) সংসদের অধিবেশন শুরু হতেই পেগাসাস ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সোচ্চার হন। একনাগাড়ে গোলযোগ ও হৈচৈয়ের জেরে সংসদের নিম্নকক্ষ লোকসভার অধিবেশন কয়েক দফায় স্থগিত হওয়ার পরে  আগামীকাল (মঙ্গলবার) সকাল ১১ টা পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়।  

অন্যদিকে,  পেগাসাস ইস্যুতে বিরোধীদের প্রতিবাদের ফলে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার কার্যক্রম প্রথমে দুপুর ১২ টা এবং পরে দুপুর ২ টা পর্যন্ত এবং লোকসভার কাজকর্ম দুপুর ২ টা অবধি স্থগিত করতে হয়।   

আজ বিক্ষোভরত বিরোধী এমপিদের উদ্দেশ্যে লোকসভার স্পিকার ওম  বিড়লা বলেন,  ‘সরকার আপনাদের প্রশ্নের জবাব দিতে চায়। কিন্তু আপনারা একনাগাড়ে স্লোগান দিচ্ছেন। এখানে জনসাধারণ আপনাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছে। জনস্বার্থের বিষয় এখানে উত্থাপন করা উচিত। কিন্তু আপনারা সরকারের কথা শুনতে চান না।’ এরপরেই লোকসভার কার্যক্রম দুপুর ২ টা পর্যন্ত স্থগিত করে দেন স্পিকার ওম বিড়লা। জনগণের ইস্যুগুলো উল্লেখ করার পরিবর্তে আপনারা স্লোগান দিচ্ছেন। হৈচৈ ও স্লোগানের মধ্য দিয়ে আপনারা হাউসের মর্যাদাহানি করছেন। এ ধরণের আচরণ ঠিক নয় বলেও মন্তব্য করেন স্পিকার ওম বিড়লা।

পেগাসাস ইস্যূতে ছোটন দাস তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

আজ রাজ্যসভায় বিরোধী দলীয় সংসদ সদস্যরা পেগাসাস ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সকল পোস্টারে 'প্রধানমন্ত্রী গুপ্তচরবৃত্তি বন্ধ করুন' এবং 'প্রধানমন্ত্রী জবাব দিন' ইত্যাদি লেখা ছিল।     

ইহুদিবাদী ইসরাইলি পেগাসাস স্পাইওয়্যারের সাহায্যে ফোনে আড়ি পাতা ইস্যুতে ভারতের পশ্চিমবঙ্গের মানবাধিকার সংস্থা ‘বন্দি মুক্তি কমিটি’র সাধারণ সম্পাদক ছোটন দাস আজ (সোমবার) রেডিও তেহরানকে বলেন, ‘পেগাসাস ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদ, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, এই সবকিছু নিয়ে হচ্ছে ভারতীয় গণতন্ত্রের কাঠামো। এই কাঠামোয় বিদেশি এবং অত্যন্ত খুনে বাহিনী ইসরাইল, সারা পৃথিবীতে ধিক্কৃত শক্তি যারা প্রত্যেকদিন অসংখ্য ফিলিস্তিনের জনগণকে খুন করছে সেই একটা খুনি দেশের সঙ্গে সরকারের সহযোগিতা ছাড়া, সরকারের নির্দেশ ছাড়া এটা হতে পারে না। সংসদে সবকিছু বন্ধ রেখে ওই বিষয়ে আলোচনা হওয়া উচিত। সরকার তদন্ত এড়িয়ে যাচ্ছে মানেই হচ্ছে ‘ডাল মে কুছ কালা হ্যায়’ (কিছু একটা সমস্যা/গণ্ডগোল আছে)। সরকারের সাহস থাকলে সামনে এসে বলুক আমাদের খোলা বই, যাকে খুশি তাকে দিয়ে তদন্ত করাক। আমরা ওই বিষয়ে জড়িত নই। সংসদীয় কমিটির তদন্তেও রাজি হচ্ছে না। এটা অত্যন্ত বিপজ্জনক।’ #    

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার /২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ