দিল্লিতে ‘মোহাম্মদপুর’ গ্রামের নাম পরিবর্তন করে ‘মাধবপুরম’ করার প্রস্তাব অনুমোদন
(last modified Fri, 27 Aug 2021 06:32:57 GMT )
আগস্ট ২৭, ২০২১ ১২:৩২ Asia/Dhaka

ভারতে এবার জাতীয় রাজধানী দিল্লির মুনিরকায় অবস্থিত ‘মোহাম্মদপুর’ গ্রামের নাম পরিবর্তন করে ‘মাধবপুরম’ করার প্রস্তাবের আগাম অনুমোদন দেওয়া হয়েছে। দক্ষিণ দিল্লি পৌর কর্পোরেশনের মেয়র মুকেশ সূর্যন ওই তথ্য দিয়েছেন।

আজ (শুক্রবার) গণমাধ্যমে প্রকাশ, এবার এটি চূড়ান্ত অনুমোদনের জন্য দিল্লি সরকারের রাজস্ব বিভাগে পাঠানো হবে, তারপরে গ্রামের নাম চূড়ান্ত  হবে।     

গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় মেয়র মুকেশ সূর্যন এক বিবৃতিতে বলেন, “এটা জানা গেছে যে মুঘল আমলে দিল্লির অনেক গ্রামের নাম জোর করে পরিবর্তন করা হয়েছিল। যারমধ্যে মুনিরকার ৬৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামও রয়েছে। এটি দক্ষিণ দিল্লি পৌর কর্পোরেশনের অধীনস্থ গ্রাম। দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের দাবি ছিল যে মোহাম্মদপুর গ্রামের নাম পরিবর্তন করে ‘মাধবপুরম’ করা হোক। সেই দাবি এবং অনুভূতির কথা মাথায় রেখে এবং কর্পোরেশন কাউন্সিলর ভগত সিং টোকাসের অনুরোধে মুনিরকা ওয়ার্ড-৬৬ এর মোহাম্মদপুর গ্রামকে জনগণের স্বার্থে মাধবপুরমে পরিবর্তন করার জন্য প্রস্তাবে আগাম অনুমোদন দেওয়া হয়েছে।”    

মেয়র মুকেশ সূর্যন বলেন, রাজস্ব রেকর্ডে গ্রামের নাম পরিবর্তনের প্রস্তাব শিগগিরি দিল্লি সরকারের কাছে পাঠানো হবে। এরপরে নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে।   

ড. ইমানুল হক

এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ‘ভাষা ও চেতনা সমিতি’র সম্পাদক ও কোলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ড. ইমানুল হক আজ (শুক্রবার) রেডিও তেহরানকে বলেন, “বিজেপি’র মাথায় যদি বুদ্ধিশুদ্ধি কিছু থাকে তাহলে ওদের প্রথম উচিত হচ্ছে মোদি, শাহ’র নাম পরিবর্তন করে দেওয়া। কারণ পদবী ব্যাপারটা হচ্ছে মুসলিম আমলের। শাহ (অমিত শাহ) পদবী হচ্ছে ফার্সি শব্দ। ওটা প্রথম পাল্টে  দিক। দ্বিতীয়ত, সত্যিই যদি ওঁরা চায় তাহলে হিন্দু শব্দ পাল্টে দিক, কারণ ওটা ফার্সি শব্দ। ক’টা শব্দ পাল্টাবে?”  

তিনি বলেন, “আগে নিজেরা কিছু করে দেখাক, তাজমহলের মতো, লালকেল্লা, কুতুব মিনারের মতো কিছু করে দেখাক। একটাও করে দেখাক, তারপরে বলবে আমরা এই কাজটা করেছি, তারপরে আমরা পাল্টাব। আসলে ‘নেই কাজ তো খই ভাজ। মানুষের মধ্যে ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করা ছাড়া বিজেপির আর কোনও কাজ নেই। আসলে ওদের কাজ হচ্ছে দুর্নীতিকে আড়াল করতে গিয়ে ধর্মীয় কার্ডকে ব্যবহার করা। কিন্তু এতে বেশি লাভ হবে না। ২০২৪ সালে বিজেপি থাকবে না।”

এর আগে, বিজেপিশাসিত উত্তর প্রদেশে সম্প্রতি ‘আলীগড়’-এর নাম ‘হরিগড়’ রাখার প্রস্তাব পাস হয়েছে, ‘মঈনপুরী’র নাম মায়ান ঋষির নামে ‘মায়াননগর’ করার প্রস্তাব জেলা পঞ্চায়েতে পাস হয়েছে। রাজ্যে এরআগে ‘ইলাহাবাদ’র নাম পরিবর্তন করে ‘প্রয়াগরাজ’ করা হয়েছে। ‘মুঘলসরাই’র নাম পরিবর্তন করে হয়েছে ‘দীনদয়াল উপাধ্যায় নগর’ ও ‘ফৈজাবাদ’র নাম পরিবর্তন করে ‘অযোধ্যা’ করা হয়েছে। এবার রাজধানী দিল্লিতেও ‘মোহাম্মদপুর’ গ্রামের নাম পরিবর্তন করে ‘মাধবপুরম’ করার প্রস্তাবের আগাম অনুমোদন দিলেন দক্ষিণ দিল্লি পৌর কর্পোরেশনের মেয়র মুকেশ সূর্যন। #

পার্সটুডে/ এমএএইচ/এআর/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ