দিল্লি থেকে হাসিনার আমলে নিযুক্ত দূত সরাল ঢাকা
(last modified Thu, 03 Oct 2024 10:13:17 GMT )
অক্টোবর ০৩, ২০২৪ ১৬:১৩ Asia/Dhaka
  • দিল্লি থেকে হাসিনার আমলে নিযুক্ত দূত সরাল ঢাকা

বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনে পর ভারতসহ পাঁচ কূটনীতিককে সরিয়ে দিল দেশটির সরকার। অপসারণের নয়া তালিকায় জাতিসংঘের প্রতিনিধিও রয়েছেন।

একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রতিদিন লিখেছে, ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমানকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে ড. মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যদিও আগামী কয়েক মাসের মধ্যেই অবসর নেওয়ার কথা ছিল তার।

উল্লেখ্য, ২০২২ সালে তাকে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়। এর আগে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রতিনিধি এবং সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরের প্রতিনিধি হিসাবেও কাজ করেছেন তিনি।

মোস্তাফিজুর ছাড়াও যে চার কূটনীতিককে দেশে ফিরতে বলা হয়েছে, তারা হলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মহম্মদ আবদুল মুহিত, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় নিযুক্ত হাই কমিশনার আল্লামা সিদ্দিকি, বেলজিয়ামের ব্রাসেলসে রাষ্ট্রদূত মাহবুব হাসানসালেহ এবং পর্তুগালের লিসবনে রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। অপসারিত কূটনীতিকরা প্রত্যেকেই হাসিনা সরকার ঘনিষ্ট বলেই পরিচিত।

ড.ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরেই নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে কর্মরত শাবান মাহমুদ এবং কলকাতার ডেপুটি হাইকমিশনে কর্মরত রঞ্জন সেনকে বরখাস্ত করা হয়েছিল। তারপর ২৯ সেপ্টেম্বর ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমানকে দেশে ফেরার নির্দেশও দেওয়া হল।#

পার্সটুডে/জিএআর/৩

ট্যাগ