ভারতে বিজেপি সরকার গঠিত হওয়ার পর থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ দুর্বল হয়ে পড়েছে : ওয়াইসি
(last modified Thu, 09 Sep 2021 11:59:33 GMT )
সেপ্টেম্বর ০৯, ২০২১ ১৭:৫৯ Asia/Dhaka
  • ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি
    ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি

ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, ‘২০১৪ সালে দেশে বিজেপি সরকার গঠিত হওয়ার পর থেকে ধর্মনিরপেক্ষতা দুর্বল হয়ে পড়েছে।

বিজেপি  ভারতকে হিন্দু রাষ্ট্র করতে চায়।’ তিনি আজ (বৃহস্পতিবার) বিজেপিশাসিত উত্তর প্রদেশের বারাবাঙ্কিতে এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। 

উত্তর প্রদেশ আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যটিতে রাজনৈতিক ভিত মজবুত করতে মাঠে নেমেছে ‘মিম’।  

আজ (ব্রহস্পতিবার) হিন্দি গণমাধ্যম ‘আজতক’ সূত্রে প্রকাশ, ওয়াইসি আজ তাঁর বক্তব্যে সংশোধিত নাগরিকত্ব আইন বা ‘সিএএ’-বিরোধী আন্দোলন,  সংখ্যালঘুদের উপর আক্রমণ, ‘সিএএ’ ইস্যুতে বিক্ষোভের সময় সহিংসতা ইত্যাদি প্রসঙ্গ উল্লেখ করেন। 

ওয়াইসি বলেন, যারা এ দেশের সংবিধান ও ধর্মনিরপেক্ষতাকে দুর্বল করতে চায়, তারা ভিডিও তৈরি করে। জুলুমকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয় না। ওয়াইসি বলেন, আমরা হত্যাকারীদের সাথে কখনো আপোষ করিনি। ২০১৪ সাল থেকে গণপিটুনির নামে টার্গেট করা হচ্ছে। দেশজুড়ে গণপিটুনি প্রসঙ্গ উল্লেখ করে ওয়াইসি বলেন, আখলাক, পেহলু খান, রাকবার খান, তাবরেজ আনসারী এর শিকার হয়েছেন। তাদের ভিডিও  তৈরি করা হয়েছিল। এভাবে মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

উত্তর প্রদেশে ‘সিএএ’  বিরোধী বিক্ষোভের কথা উল্লেখ করে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘ যখন উত্তর প্রদেশে সংশোধিত নাগরিকত্ব আইন ‘সিএএ’র বিরোধিতা করা হয়েছিল তখন ২২ জনকে গুলি করা হয়েছিল। লক্ষনৌ, রামপুর এবং অন্যান্য স্থানে ২২ জন প্রাণ হারিয়েছেন কিন্তু সংসদে দাঁড়িয়ে কেউ কিছু বলেননি। সংশোধিত নাগরিকত্ব আইন (‘সিএএ’) ধর্মের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এটা সংবিধান পরিপন্থী। 

ওয়াইসি বলেন, মুসলিমদের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়া হয়েছিল, কিন্তু যারা তা করেছে তারা ২৪ ঘন্টার মধ্যে জামিন পেয়েছে! এই জুলুম এজন্য  হচ্ছে কারণ জুলুমকারীরা জানে যে মোদি তাদের সঙ্গে আছে, বিজেপি পিছন থেকে সাহায্য করছে। বিরোধী দল সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি সোচ্চার হচ্ছে না। সব দল আমাদের ভোট নিয়ে সরকার গঠন করে এবং আমাদের সম্প্রদায়ের সন্তানদের কারাগারে ফেলে তাদের পচানোর কাজ করে।   

মুসলিমদের উদ্দেশে ওয়াইসি বলেন, ‘মুসলিমরা ৬০ বছর ধরে উত্তর প্রদেশে ধর্মনিরপেক্ষতার নামে ভোট দিয়ে আসছে কিন্তু তারা কী পেয়েছে? কোন দলই মঞ্চ থেকে মুসলিমদের নিয়ে কথা বলেনি।’ 

ওয়াইসি বলেন, যতদিন তিনি বেঁচে আছেন,  ততদিন মুসলিমদের নিয়ে কথা বলবেন। মুসলিমদের ভাবা উচিত তারা কবে নেতা তৈরি হবেন? এখন শৃঙ্খল ভাঙার সময় এসেছে বলেও মন্তব্য করেন ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি। # 

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ