ওবিসি’দের উদ্দেশ্যে ওয়াইসি
মুসলিমদের ভয় দেখিয়ে আপনাদের ভোট চুরি করা হচ্ছে
ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ‘অন্যান্য অনগ্রসর শ্রেণির (‘ওবিসি’) ভাইরা ব্যাগ ভর্তি করে করে বিজেপিকে ভোট দিয়েছে। কিন্তু যোগির নয়া মন্ত্রিসভায় ৬৭ শতাংশ মন্ত্রী উচ্চবর্ণের এবং মাত্র ২৯ শতাংশ পিছিয়ে পড়া সমাজের। মুসলিমদের ভয় দেখিয়ে আপনাদের ভোট চুরি করা হচ্ছে। হিন্দু ঐক্যের নামে আপনাদের রাজনৈতিক পরিচয় ধ্বংস করা হচ্ছে।’ তিনি আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেন।
বিজেপিশাসিত উত্তর প্রদেশে যোগি আদিত্যনাথ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের পরে ‘মিম’ প্রধান আসাদউদ্দিন ওয়াইসি মন্ত্রীদের জাতিগত সমীকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। এই প্রশ্নের মাধ্যমে ওয়াইসি ‘অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ‘ওবিসি’ ভোটারদের নিজের পক্ষে করার চেষ্টা করছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
উত্তর প্রদেশের যোগি আদিত্যনাথ সরকার গত (রোববার) মন্ত্রিসভা সম্প্রসারণ করেছে। এর মধ্যদিয়ে রাজ্যে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের কথা মাথায় রাখা হয়েছে। এতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জিতিন প্রসাদসহ ৯ জনকে মন্ত্রী করা হয়েছে। এই মন্ত্রীদের মধ্যে ৩ জন ‘ওবিসি’ সম্প্রদায়ের এবং দু’জন ‘এসসি’ এবং একজন ‘এসটি’ সম্প্রদায়ের।
মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে বিরোধীরা প্রতিনিয়ত টার্গেট করছে। সেই ধারাবাহিকতায় এবার যোগি মন্ত্রিসভায় জাতিভিত্তিক সমীকরণ নিয়ে উত্তর প্রদেশ সরকারকে টার্গেট করেছেন ওয়াইসি। ‘মিম’ প্রধান আসাদউদ্দিন ওয়াইসি আগামী বছরের বিধানসভা নির্বাচনের জন্য উত্তর প্রদেশে ১০০ আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন। এ জন্য ওয়াইসি প্রতিনিয়ত রাজ্যটিতে নির্বাচনী কর্মসূচী আয়োজন করে জনসমর্থন অর্জনের চেষ্টা করছেন। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।