চীন সম্পর্কে কথা বলতে ভয় পান মোদি: ওয়াইসি
ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, চীন সম্পর্কে কথা বলতে ভয় পান মোদি। এমন মনে হয় যেন চায়ে কখনও কখনও চিনিও দেন না, যদি চিন বেরিয়ে যায়!’
আজ (মঙ্গলবার) গণমাধ্যমে প্রকাশ, ওয়াইসি বলেছেন, ‘পাকিস্তান যখন পুলওয়ামায় হামলা করেছিল, মোদিজী বলেছিলেন, আমরা ওদের ঘরে ঢুকে মারব, আমরা বলেছিলাম মারুন। এখন চীন ডোকলাম, ডেপসাংয়ে বসে আছে এবং ভারতের প্রধানমন্ত্রী কিছু করছেন না। তিনি চীন সম্পর্কে কথা বলতে ভয় পান।’
সম্প্রতি জম্মু-কাশ্মীরে একাধিক গেরিলা হামলায় ৯ সেনা জওয়ান নিহত হওয়া প্রসঙ্গে ওয়াইসি বলেন, ‘আমরা ভারতের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে, আমাদের ৯ জন জওয়ান নিহত হয়েছে এবং ২৪ অক্টোবর ভারত পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে? আপনি কী এরআগে বলেননি যে সেনারা মারা যাচ্ছে এবং মনমোহন সিং সরকার পাকিস্তানকে বিরিয়ানি খাওয়াচ্ছে? ৯ জন সেনা মারা গেছে, আর আপনি টি-টোয়েন্টি খেলবেন? পাকিস্তান ভারতের দরিদ্রদের জীবন নিয়ে কাশ্মীরে টি-টোয়েন্টি খেলছে, কিন্তু আপনি কী করছেন?’
তিনি বলেন, ‘কাশ্মীরে গোয়েন্দা সংস্থা আইবি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কী করছেন? অস্ত্র আসছে আর আপনি ম্যাচ খেলবেন? পাকিস্তানের দিক থেকে সন্ত্রাসী আসছে। কী ধরণের যুদ্ধবিরতি চুক্তি করেছেন ‘এলওসি’তে? কেন করেছেন? এমন যুদ্ধবিরতি চুক্তি করেছেন যে ড্রোনের মাধ্যমে অস্ত্র আসছে। সন্ত্রাসীরা ড্রোনের মাধ্যমে অস্ত্র পাঠাচ্ছে। ৩৭০ ধারা বাতিল করে বলেছিলেন, সব শেষ হয়ে গেছে। কী শেষ হয়েছে? কিছুই শেষ হয়নি। টার্গেট করে হত্যা হচ্ছে। কাশ্মীরে যা হচ্ছে এটা মোদি সরকারের ব্যর্থতা। আপনার কাছে সন্ত্রাসবাদ মোকাবেলায় কোনো নীতি নেই।’
জম্মু-কাশ্মীরে গত ১৫ দিনে গেরিলারা ১৩ জন বেসামরিক নাগরিককে টার্গেট করেছে। এসব ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এরফলে জীবনের ভয়ে ভিন রাজ্যের শ্রমিক এবং কর্মীরা কাশ্মীর ত্যাগ করা শুরু করেছে।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।