ইরান যেন পাশ্চাত্যের অন্যায় আবদার মেনে না নেয়: খতিব
https://parstoday.ir/bn/news/iran-i100194-ইরান_যেন_পাশ্চাত্যের_অন্যায়_আবদার_মেনে_না_নেয়_খতিব
তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম আলী আকবারি বলেছেন, আসন্ন ভিয়েনা সংলাপে ইরানি আলোচকরা যেন আমেরিকা ও ইউরোপীয়দের অন্যায় দাবি মেনে না নেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৯, ২০২১ ১৮:৩৬ Asia/Dhaka
  • তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম আলী আকবারি
    তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম আলী আকবারি

তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম আলী আকবারি বলেছেন, আসন্ন ভিয়েনা সংলাপে ইরানি আলোচকরা যেন আমেরিকা ও ইউরোপীয়দের অন্যায় দাবি মেনে না নেন।

তিনি আজ তেহরানের জুমার নামাজের খুতবায় আরো বলেন, পরমাণু আলোচনায় ইরানের সম্মান ও মর্যাদা ধরে রাখতে হবে এবং শত্রুর যেকোনো দাবির কাছে নতিস্বীকার করা যাবে না। তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র নানা ভিত্তিহীন অভিযোগের প্রতি ভ্রুক্ষেপ না করার জন্যও ইরানি আলোচক দলের প্রতি আহ্বান জানান।

চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান ছয় দফা আলোচনা করেছে। ২০১৫ সালে স্বাক্ষরিত যে পরমাণু সমঝোতা থেকে আমেরিকা ২০১৮ সালে বেরিয়ে গিয়েছিল সেটিকে আবার কার্যকর করার লক্ষ্যে এসব আলোচনা অনুষ্ঠিত হয়। কিন্তু ওই ছয় দফা সংলাপ থেকে কোনো ফল বের হয়ে আসেনি। আগামী ২৯ নভেম্বর থেকে ভিয়েনায় আবার ওই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। #

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।