‘আফগান শরণার্থীদের সামাল দেয়া তেহরানের একার পক্ষে সম্ভব নয়’
(last modified Mon, 22 Nov 2021 11:53:29 GMT )
নভেম্বর ২২, ২০২১ ১৭:৫৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

আসন্ন শীতকালের আগে আফগানিস্তানের শরণার্থী পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (সোমবার) তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ উদ্বেগ প্রকাশ করেন।

শীতকালে আফগানিস্তানের কোনো কোনো স্থানে হিমাঙ্কের নীচের তাপমাত্রার কথা বিবেচনা করে দেশটির মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। ইরানের এই মুখপাত্র বলেন, তার দেশের সবগুলো ত্রাণ সংস্থা আসন্ন শীতে আফগান নাগরিকদের পাশে থাকবে।

ইরান থেকে এরইমধ্যে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের জ্বালানী পাঠানো হয়েছে বলেও জানান খাতিবজাদে।  ইরান গত চার দশকে ৪০ লাখের বেশি আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে জানিয়ে তিনি বলেন, যখন সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো দায়িত্ব পালনে অস্বীকৃতি জানাচ্ছে তখন ইরানের একার পক্ষে এই দায়িত্ব পালন করে যাওয়া সম্ভব নয়।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।