‘আইএইএ যেন কিছু দেশের রাজনৈতিক লক্ষ্য হাসিলের হাতিয়ার না হয়’
https://parstoday.ir/bn/news/iran-i100336-আইএইএ_যেন_কিছু_দেশের_রাজনৈতিক_লক্ষ্য_হাসিলের_হাতিয়ার_না_হয়’
কিছু সুনির্দিষ্ট দেশ তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার কাজে যাতে আইএইএ’র নাম ব্যবহার করতে না পারে সেজন্য এই বিশ্ব সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ২৩, ২০২১ ০৮:৪২ Asia/Dhaka
  • সোমবার রাতে তেহরান সফরে এসেছেন আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
    সোমবার রাতে তেহরান সফরে এসেছেন আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

কিছু সুনির্দিষ্ট দেশ তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার কাজে যাতে আইএইএ’র নাম ব্যবহার করতে না পারে সেজন্য এই বিশ্ব সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি সোমবার যখন তেহরান সফরে এসেছেন তখন তার সংস্থার প্রতি এ আহ্বান জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।তিনি সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, “গ্রোসির এবারের সফরটিও আগের সফরগুলোর মতো ইতিবাচক হবে বলে তেহরান আশা করছে।”

খাতিবজাদে বলেন, আমরা সব সময় আইএইএ’কে কারিগরি বিষয়ের প্রতি মনযোগ ধরে রাখার আহ্বান জানিয়ে এসেছি। কিছু দেশ যেন তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের কাজে এই সংস্থাকে ব্যবহার করতে না পারে সেজন্য আমরা আইএইএ’কে বারবার সতর্ক করে দিয়েছি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে এদেশের আণবিক শক্তি সংস্থার প্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার রাতে তেহরান সফরে এসেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

সোমবার রাতে তেহরান বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি। এ সফরে গ্রোসি ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।