৯টি পদক জিতেছে ইরানি দল
(last modified Sat, 27 Nov 2021 14:13:35 GMT )
নভেম্বর ২৭, ২০২১ ২০:১৩ Asia/Dhaka
  • ইরানি অলিম্পিয়াড দল
    ইরানি অলিম্পিয়াড দল

১৪তম আন্তর্জাতিক অ্যাস্ট্রনোমি ও অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াডে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দল নয়টি পদক জিতেছে। এর মধ্যে দুটি স্বর্ণ পদক রয়েছে। ইরানের জাতীয় মেধা উন্নয়ন সংস্থা আজ (শনিবার) একথা ঘোষণা করেছে।

ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, অ্যাস্ট্রনোমি ও অ্যাস্ট্রোফিজিক্স-২০২১ অলিম্পিয়াডে ইরানি দল দুটি স্বর্ণ, পাঁচটি রূপা, দুটি ব্রোঞ্জ এবং একটি ডিপ্লোমা অব অনার পেয়েছে।

গত ১৪ থেকে ১৯ নভেম্বর কলম্বিয়াতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের ৪৮টি দেশ এতে অংশ নেয়।

২০০৬ সালে থাইল্যান্ডে এই সংগঠনের জন্ম হয়। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরান, চীন ও পোল্যান্ডের উদ্যোগে অ্যাস্ট্রনোমি এবং অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াড যাত্রা শুরু করে। হাই স্কুল শিক্ষার্থীদের মধ্যে অ্যাস্ট্রনোমি এবং অ্যাস্ট্রোফিজিক্সের বিস্তার ঘটানোর লক্ষ্য নিয়ে এই পদক্ষেপ নেয়া হয়।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ