ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র:
ভিয়েনা সংলাপকে ক্ষতিগ্রস্ত করতে মিথ্যার বেসাতি শুরু করেছে ইসরাইল
ইহুদিবাদী ইসরাইল ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য মিথ্যার বেসাতি শুরু করেছে বলে অভিযোগ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বুধবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ অভিযোগ করেন।
তিনি বলেন, সংকট জিইয়ে রাখার মধ্যেই ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্ব নির্ভর করছে।কাজেই ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সৃষ্ট সংকটটির সমাধান হয়ে যাক তা এই অবৈধ দখলদার সরকার চায় না।
খাতিবজাদে আরো লিখেছেন, ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী পক্ষগুলোকে এখন এই সংলাপ থেকে ফল বের করে আনার ক্ষেত্রে নিজেদের স্বাধীনতা ও রাজনৈতিক সদিচ্ছাকে বাস্তব রূপ দিতে হবে; সংলাপকে ক্ষতিগ্রস্ত করার জন্য যেসব ভুয়া খবর ও গুজব তৈরি করা হচ্ছে তাতে কান দিলে চলবে না।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে তখন সাঈদ খাতিবজাদের এ টুইটার বার্তা প্রকাশিত হলো।#
পার্সটুডে/এমএমআই/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।