পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য
ইরান যে নমনীয়তা নিয়ে আলোচনায় যোগ দিয়েছে অন্যরা তা করে নি
-
সাঈদ খাতিবজাদে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ইরানি প্রতিনিধিদল যতটা নমনীয়তা নিয়ে ভিয়েনা সংলাপে যোগ দিয়েছিল অন্য পক্ষগুলো তা করে নি।
আজ (সোমবার) সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাতিবজাদে জানান, ভিয়েনা সংলাপ বন্ধ হয়ে যায় নি বরং চলতি সপ্তাহের শেষের দিকে আবার নতুন করে আলোচনা শুরু হবে।
তিনি বলেন, আলোচনার সুনির্দিষ্ট তারিখ ঠিক করবেন ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি এবং ইউরোপীয় ইউনিয়নের উপ মহাসচিব এনরিক মোরা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সম্প্রতি বলেছেন, ভিয়েনা সংলাপের সপ্তম দফা আলোচনায় ইরানের ভেতরে কোনো আন্তরিকতা দেখা যায় নি। এ সম্পর্কে সাঈদ খাতিবজাদে বলেন, এই ধরনের মন্তব্য করার কোনো অবস্থানে আমেরিকা নেই।
গত সোমবার থেকে ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা শুরু হয় এবং চার দিন ধরে সে আলোচনা চলে। এ সময় ইরান নিজস্ব প্রস্তাবের দুটি আলাদা খসড়া জমা দেয়। বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রতিটি দেশের আলোচক প্রতিনিধিদল নিজের দেশে ফিরে গেছেন। নিজেদের সরকারের সঙ্গে প্রয়োজনীয় শলাপরামর্শ শেষে তারা আবার ভিয়েনায় আলোচনার টেবিলে ফিরবেন।#
পার্সটুডে/এসআইবি/৬