জেনারেল রাওয়াতের নিহত হওয়ার ঘটনায় ইরানের শোক প্রকাশ
https://parstoday.ir/bn/news/iran-i101022-জেনারেল_রাওয়াতের_নিহত_হওয়ার_ঘটনায়_ইরানের_শোক_প্রকাশ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শংকরের কাছে পাঠানো এক বার্তায় হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৯, ২০২১ ০৮:৩৬ Asia/Dhaka
  • দুর্ঘনার পর তামিলনাড়ু ফায়ার ব্রিগেডের উদ্ধার তৎপরতা
    দুর্ঘনার পর তামিলনাড়ু ফায়ার ব্রিগেডের উদ্ধার তৎপরতা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শংকরের কাছে পাঠানো এক বার্তায় হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় তিনি ভারতের সরকার ও জনগণকে ইরানের সরকার ও জনগণের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে পৃথক এক শোকবার্তায় হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন।

বুধবার দুপুরে ভারতের তামিলনাড়ুর কুন্নুরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও অন্যান্য সেনা কর্মকর্তাসহ ১৩ জন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে ১৪ জন আরোহী ছিলেন যাদের ১৩ জনেরই মৃত্যু হয়েছে।

শোকবার্তা লিখছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ভয়াবহ ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন জেনারেল বিপিন রাওয়াত। তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি মারা যান। সামরিক হেলিকপ্টারটিতে ‘সিডিএস’ বিপিন রাওয়াতের সঙ্গে ছিলেন তার স্ত্রী মধুলিকা রাওয়াতও।তিনিও নিহত হয়েছেন।

মর্মান্তিক ওই সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় একমাত্র যাত্রী হিসেবে প্রাণে বেঁচেছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তার শরীরের ৮০ শতাংশই দগ্ধ হয়েছে। তিনি দেশটির একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।