ইরানের অন্যতম সুন্দর ও বিখ্যাত একটি জলপ্রপাত
https://parstoday.ir/bn/news/iran-i101120-ইরানের_অন্যতম_সুন্দর_ও_বিখ্যাত_একটি_জলপ্রপাত
ইরানের অন্যতম সুন্দর ও বিখ্যাত এ জলপ্রপাতটি খোররামাবাদ শহরের বিশেহ এলাকায় অবস্থিত।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ১১, ২০২১ ১৭:৩৭ Asia/Dhaka
  • ইরানের অন্যতম সুন্দর ও বিখ্যাত একটি জলপ্রপাত
    ইরানের অন্যতম সুন্দর ও বিখ্যাত একটি জলপ্রপাত

ইরানের অন্যতম সুন্দর ও বিখ্যাত এ জলপ্রপাতটি খোররামাবাদ শহরের বিশেহ এলাকায় অবস্থিত।

এ বিখ্যাত জলপ্রপাতটি ২০০৮ইং সালে ইরানের জাতীয় প্রাকৃতিক ঐতিহ্যের তালিকায় নিবন্ধিত হয়। এটি বিশেহ এলাকার রেলস্টেশনের পাশে অবস্থিত। এ জলপ্রপাতটি রেলস্টেশনের পাশে হওয়ায় পর্যটকরা সহজে যাতায়াত করতে পারেন।#

পার্সটুডে/আবুসাঈদ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।