ইসরাইল মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু ছিল, আছে এবং থাকবে
https://parstoday.ir/bn/news/iran-i101220-ইসরাইল_মুসলিম_বিশ্বের_এক_নম্বর_শত্রু_ছিল_আছে_এবং_থাকবে
ইহুদিবাদী ইসরাইলকে আবারো মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু হিসেবে ঘোষণা করেছে ইরান। ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত সংযুক্ত আরব আমিরাত সফরে আসার পর এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ ঘোষণা দিয়েছেন।তিনি বলেছেন, ইসরাইল মুসলিম বিশ্বের প্রধান শত্রু ছিল, আছে এবং থাকবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৪, ২০২১ ০৬:৫৫ Asia/Dhaka
  • সংযুক্ত আরব আমিরাত সফরে ইসরাইলি প্রধানমন্ত্রী
    সংযুক্ত আরব আমিরাত সফরে ইসরাইলি প্রধানমন্ত্রী

ইহুদিবাদী ইসরাইলকে আবারো মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু হিসেবে ঘোষণা করেছে ইরান। ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত সংযুক্ত আরব আমিরাত সফরে আসার পর এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ ঘোষণা দিয়েছেন।তিনি বলেছেন, ইসরাইল মুসলিম বিশ্বের প্রধান শত্রু ছিল, আছে এবং থাকবে।

তিনি বলেছেন, বিগত ৭০ বছর ধরে মুসলিম ও আরব দেশগুলোতে যে অবৈধ সরকার নিরাপত্তাহীনতা, উত্তেজনা ও যুদ্ধের প্রধান উৎস হিসেবে কাজ করেছে তার প্রধানমন্ত্রীকে একটি মুসলিম দেশের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসার এ ঘটনা ফিলিস্তিনি জাতিসহ বিশ্বের সকল স্বাধীনচেতা জাতি চিরকাল ঘৃণাভরে স্মরণ রাখবে।

তিনি বলেন, পবিত্র কুদস শরিফ বা বায়তুল মুকাদ্দাস মুসলিম বিশ্বের প্রথম ক্বিবলা যা বর্তমানে ইহুদিবাদীদের দখলে রয়েছে। গোটা মুসলিম বিশ্ব কখনওই তাদের প্রথম ক্বিবলা ইসরাইলিদের জবরদখল থেকে মুক্ত করার লালায়িত স্বপ্ন পরিত্যাগ করবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

ইরানের এই মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্যের তাবেদার মুসলিম শাসকগুলো যতই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করুক না কেন এ অঞ্চলের জনগণ কোনদিন ইহুদিবাদীদের মুসলিম বিদ্বেষ ও শত্রুতা ভুলে যাবে না এবং তারা চিরকাল এই দখলদার সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করে যাবে।

ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যে তার অবৈধ শাসনকে স্থায়িত্ব দিতে পারে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হওয়া থেকে তিনি এ অঞ্চলের তাবেদার শাসকদের সতর্ক করে দেন।

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত রোববার রাতে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। বেনেতের আরব আমিরাত সফরের প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। এই সফরকে ফিলিস্তিনি জাতির প্রতি আমিরাতের বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে সংগঠনটি।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।