ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হাসান ইরলুকে প্রত্যাহার
(last modified Sun, 19 Dec 2021 01:41:43 GMT )
ডিসেম্বর ১৯, ২০২১ ০৭:৪১ Asia/Dhaka
  • ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হাসান ইরলু
    ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হাসান ইরলু

ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হাসান ইরলুকে কোভিড-১৯ এর চিকিৎসা দেয়ার জন্য তেহরানে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি এক টুইটার বার্তায় লিখেছেন, ইরলু করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার কারণে দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসাসেবা দিতে তাকে তেহরানে ফিরিয়ে আনা হয়েছে।

যেসব দেশ ইরানি রাষ্ট্রদূতকে তার মাতৃভূমিতে ফিরে আসার জন্য সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খাতিবজাদে বলেন, এসব দেশ এ সহযোগিতা করে মানবিকতা দেখিয়েছে।ইরানের এই মুখপাত্র বলেন, “আঞ্চলিক কিছু দেশের সহযোগিতা এবং আল্লাহর অশেষ দয়ায় ইরলুকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।”

হাসান ইরলু ২০২০ সালের নভেম্বরে ইয়েমেনে নিজের কূটনৈতিক মিশন শুরু করেন। ইয়েমেনের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সম্পর্কের ব্যাপারে মার্কিন ক্রোধ উপেক্ষা করে ইরলু ইয়েমেনে যান। এর এক মাসের মাথায় আমেরিকা তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

ইয়েমেনে সৌদি আগ্রাসনে আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে দারিদ্র পীড়িত ইয়েমেনে ভয়াবহ আগ্রাসন শুরু করে সৌদি আরব যার ফলে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। গত মাসে জাতিসংঘের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাপিয়ে দেয়া যুদ্ধের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে ২০২১ সালের শেষ নাগাদ ইয়েমেনে ৩,৭৭,০০০ মানুষ মারা যাবে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ