সামরিক মহড়ার ২য় দিনে শত্রুদেরকে দিলেন কঠিন বার্তা
https://parstoday.ir/bn/news/iran-i101560-সামরিক_মহড়ার_২য়_দিনে_শত্রুদেরকে_দিলেন_কঠিন_বার্তা
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী পারস্য উপসাগরের কেশম দ্বীপে ২য় দিনের মত সামরিক মহড়া চালাচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২২, ২০২১ ১৭:১৮ Asia/Dhaka

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী পারস্য উপসাগরের কেশম দ্বীপে ২য় দিনের মত সামরিক মহড়া চালাচ্ছে।

সামরিক মহড়ার ২য় দিনে শত্রুদেরকে দিলেন কঠিন বার্তা। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, শত্রু পারস্য উপসাগরের দক্ষিণে অবস্থিত দ্বীপের কাছে আসার আগেই ইরান তাদের নিশ্চিহ্ন করে দেবে।# 

পার্সটুডে/মো.আবুসাঈদ/২২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন