মৌসুমের তুষারপাত ইরানের যানজন শহরকে ঢেকে দিয়েছে
https://parstoday.ir/bn/news/iran-i101680-মৌসুমের_তুষারপাত_ইরানের_যানজন_শহরকে_ঢেকে_দিয়েছে
এবারের মৌসুমের তুষারপাত ইরানের যানজন শহরকে ঢেকে দিয়েছে। সাদা রঙে বিশেষ সৌন্দর্যে ভরপুর করে তুলেছে সমগ্র যানজন শহরকে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ২৫, ২০২১ ১৭:০৮ Asia/Dhaka

এবারের মৌসুমের তুষারপাত ইরানের যানজন শহরকে ঢেকে দিয়েছে। সাদা রঙে বিশেষ সৌন্দর্যে ভরপুর করে তুলেছে সমগ্র যানজন শহরকে।

তুষার হল বৃষ্টির কঠিন রূপ যা পৃথিবীর বায়ুমণ্ডলে স্ফটিকের আকারে বিরাজ করে। এটি প্রকৃতপক্ষে পানির কঠিন রূপ বা বরফ। শীতকালে যেখানে তাপমাত্রা শূণ্য ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে যায় সেখানে মেঘ থেকে তুষার পতিত হয়, একে বলে তুষারপাত। মেঘ হতে নিঃসরিত পানি বায়ুমন্ডলের উপরের স্তরে নিম্ন তাপমাত্রায় জমে বরফে পরিণত হয় এবং তা ভূমিতে পতিত হয়।#

পার্সটুডে/ মো.আবুসাঈদ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।