শ্রোতাদের মতামত
‘প্রিয়জনের আপাদমস্তক এখন পরিপূর্ণতায় ভরপুর’
মহোদয়, রেডিও তেহরানের সকল কলাকুশলীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। প্রাতিষ্ঠানিক ব্যস্ততার কারণে নিয়মিত লেখা হয়ে উঠছে না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে নিয়মিত ফেসবুক লাইভে থাকি এবং বন্ধু-বান্ধবীসহ বিভিন্ন গ্রুপে অনুষ্ঠান শেয়ার করি।
আপনাদের সমসাময়িক বস্তুনিষ্ঠ সংবাদ, গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ, ঢাকা ও কোলকাতার সংবাদদাতার নিয়মিত প্রতিবেদন না শুনলে দিনটা খালি খালি লাগে। রংধনু আসরে যে গল্পগুলো নির্বাচিত করা তা অত্যন্ত শিক্ষণীয় ও মনোগ্রাহী। সব ধরনের শ্রোতারা এখান থেকে উপকৃত হয় বলে আমার বিশ্বাস। এজন্য অনুষ্ঠানের কারিগর আশরাফ ভাইকে অসংখ্য ধন্যবাদ।
এবার আসি সবার প্রিয় অনুষ্ঠান প্রিয়জন-এর কথায়। ৮০’র দশক থেকে দেখছি প্রিয়জনের নাম প্রিয়জনই আছে। একসময় মাঝে মাঝে শ্রোতাদের সাক্ষাৎকার প্রচারিত হতো প্রিয়জনের আসরে। যুগের প্রয়োজনে ও শ্রোতাদের চাহিদার পরিপ্রেক্ষিতে ইদানীং প্রায় সপ্তাহে কোনো না কোনো শ্রোতার সাক্ষাৎকার প্রচারিত হচ্ছে। সাথে নতুন সংযোজন হয়েছে ভয়েস মেইল যা একটি যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি। প্রিয়জনের আপাদমস্তক এখন পরিপূর্ণতায় ভরপুর। তবে অনুষ্ঠানসূচি পর্যালোচনা ও বিশ্লেষণে বোঝা যায় বিজ্ঞানবিষয়ক অনুষ্ঠানের অভাব। অনুষ্ঠানের নির্মাণশৈলী ও সুকণ্ঠের উপস্থাপনা চমৎকার।
গত ১৮-১২-২০২১ তারিখের ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’-এর ৩০তম পর্বটি আমার চিত্তে চাঞ্চল্য ঘটিয়েছে। শিশুদের ওপর সংগীতের এত প্রভাব তা আগে জানতাম না। তাদের বুদ্ধি এত বেশি যে শব্দ শেখার আগেই তারা সংগীতকে বুঝতে পারে। তার প্রমাণ ঘুমপাড়ানি গান। সংগীত শিশুদের মানসিক ও বুদ্ধি বিকাশকে ত্বরান্বিত করে। পশ্চিমা পপ সংগীত শিশুদের কোনো উপকারে তো আসেই না বরঞ্চ তাদের সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করে। ওইদিনের আলোচনায় অনেক মূল্যবান ও মনোবৈজ্ঞানিক তথ্য উঠে এসেছে।
চিঠির শেষে জানাই, আপনারা জানেন, ঝিনেদা, যশোর খেজুর গুড়ের জন্য বিখ্যাত। শীতের পিঠা খাওয়ার দাওয়াত রইল। আজ এ পর্যন্তই।
নজরুল ইসলাম
সভাপতি, বন্ধন অ্যান্ড লাকী শ্রোতা সংঘ
মহেশপুর-৭৩৪০, ঝিনাইদহ, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।