মেয়র হিসেবে ইশরাকের শপথের দাবি
আজও সমর্থকদের বিক্ষোভ, নগর ভবন অবরুদ্ধ
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথের দাবিতে আবারও বিক্ষোভ করেছেন তার সমর্থকরা।
আজ (রোববার) সকাল ৯টা থেকে ডিএসসিসি’র প্রধান কার্যালয় নগর ভবনের বিক্ষোভ করেছেন তারা। কার্যত নগর ভবন অবরুদ্ধ করে রেখেছিলেন বিক্ষোভকারীরা।
নগর ভবনের সামনে রাস্তার ওপর বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। এতে রাস্তা বন্ধ হয়ে যায়। ‘ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সঙ্গে’, ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। নগর ভবনের প্রধান ফটকের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান নিয়েছেন তারা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে নগর ভবনের সামনে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা।
এর আগে একই দাবিতে গতকাল শনিবার ডিএসসিসি’র প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দেন ইশরাক হোসেনের সমর্থকেরা। গত কয়েকদিন ধরে ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথের দাবিতে নগর ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন গেইট অবরুদ্ধ রেখে বিক্ষোভ করে আসছেন তারা।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।#
পার্সটুডে/জিএআর/১৮